আইভরির ৪৯ সৈন্যকে ক্ষমা করে দিয়েছেন মালির জান্তা নেতা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৩, ১৫:০৪
মালি সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন যে- মালির জান্তা নেতা শুক্রবার আইভোরির ৪৯ জন সৈন্যকে ক্ষমা করে দিয়েছেন। একটি আদালত তাদের শাস্তি দেয়ার মাত্র এক সপ্তাহ পর তাদের ক্ষমা করা হলো। গত জুলাই মাসে তাদের গ্রেফতারের পর একটি তিক্ত কূটনৈতিক লড়াই শুরু হলে তাদের ক্ষমা করা হয়।
‘কর্নেল আসিমি গোইতা মালির বিচার ব্যবস্থায় দোষী সাব্যস্ত আইভোরির ৪৯ জন সৈন্যকে তাদের সাজা থেকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছেন।’ আঞ্চলিক প্রশাসন ও বিকেন্দ্রীকরণ মন্ত্রী ও সরকারী মুখপাত্র কর্নেল আব্দুলাই মাইগা এক বিবৃতিতে একথা জানান।
৩০ ডিসেম্বর, ৪৬ জন সৈন্যকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। ৪৯ জনের এই দলের মধ্যে তিনজন নারী ছিলেন, যারা সেপ্টেম্বরের প্রথম দিকে মুক্তি পান। এই নারীদের তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
ওই সময় পাবলিক প্রসিকিউটর লাডজি সারা এক বিবৃতিতে বলেছিলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের ও হামলা পরিচালনা এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টার জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়।
২৯ ডিসেম্বর রাজধানী বামাকোতে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং পরের দিন তা শেষ হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা