উগান্ডায় বর্ষবরণ অনুষ্ঠানে পদদলিত হয়ে ৯ জনের প্রাণহানি
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জানুয়ারি ২০২৩, ২১:৪৭, আপডেট: ০১ জানুয়ারি ২০২৩, ২২:৪৭
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার একটি শপিং মলে পদদলিত হয়ে ৯ জন নিহত হয়েছেন। তারা সবাই নতুন বছরের আতশবাজি প্রদর্শন দেখতে সেখানে জড়ো হয়েছিলেন।
উগান্ডা পুলিশের মুখপাত্র লুক ওয়োইসিগেরে জানিয়েছেন, নতুন বছর বরণে রাজধানী কাম্পালার ফ্রিডম সিটি শপিং মলে জড়ো হন অসংখ্য মানুষ। আতশবাজি প্রদর্শন শেষ হওয়ার পর সেখানে ‘পদদলনের ঘটনা ঘটে।’ এতে তাৎক্ষণিক পাঁচজন নিহত হন। আহত হন অসংখ্য মানুষ।’
তিনি আরো বলেছেন, ‘জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের হাসপাতালে পাঠান, সেখানে ৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।’
পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন, হতাহতদের মধ্যে অসংখ্য কিশোর রয়েছে। তবে তাদের বয়স কেমন সেটি নিশ্চিত করেননি তিনি। বেপরোয়া এবং অবহেলার কারণে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
এ দিকে করোনা ভাইরাসের কারণে উগান্ডায় গত দুই বছর নতুন বছরের অনুষ্ঠানে সাধারণ মানুষকে জড়ো হতে দেওয়া হয়নি। কিন্তু তিন বছরের মাথায় যখন এ সুযোগ হলো তখনই দেশটিতে ঘটল এমন অনাকাঙ্খিত ঘটনা।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা