২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মরক্কোয় মূল্যবৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ

মরক্কোয় মূল্যবৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ - ছবি : সংগৃহীত

মরক্কোর রাজধানী রাবাতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও নিপীড়নের প্রতিবাদে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে।

দেশটিতে মূল্যস্ফীতির কারণে ব্যাপক সামাজিক অসন্তোষ দেখা দেয়ার ফলে রোববার বড়ো ধরনের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সাংবাদিকরা বলছেন, প্রায় তিন হাজার লোক এ বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এটিই সবচেয়ে বড়ো বিক্ষোভ।

তবে পুলিশ বলছে, বিক্ষোভকারীদের সংখ্যা ১২ শ’ থেকে ১৫ শ’।

বিক্ষোভকারীরা শ্লোগান দিয়ে বলেছে, জনগণ চায় দ্রব্যমূল্য কমুক। তারা চাচ্ছে স্বৈরাচার ও দুর্নীতি নির্মূল হোক।

বিক্ষোভ আয়োজনকারী মরোক্কান সোশ্যাল ফ্রন্ট ও বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর সমন্বয়কারী ইউনুস ফেরাসিন বলেছেন, আমরা এমন এক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি যারা ক্ষমতা ও অর্থকে এক করে ফেলেছে।

সরকারের পরিকল্পনা বিষয়ক হাই কমিশন সাম্প্রতিক এক রিপোর্টে বলেছে, করোনা মহামারী ও মূল্যস্ফীতির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে দারিদ্র্যের স্তর ২০১৪ সালের পরিস্থিতিতে ফিরে গেছে।

দেশটির বর্তমান মূল্যস্ফীতি ৭.১ শতাংশ। এর ফলে খাবারের দাম বেড়ে গেছে অনেক বেশি। এছাড়া তীব্র খরার কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিও খাদ্য মূল্য বাড়ার জন্যে আংশিক দায়ী।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
দরিদ্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে দাবি তুলে ধরতে হবে : রেহমান সোবহান পূবালী ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত বাউয়েট ক্যাম্পাসে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের র‌্যালি অনুমোদিত ৩৫০% নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণ করল ওয়ালটন বেসিস সদস্যদের জামানতবিহীন ঋণ প্রদান করবে ব্র্যাক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পুষ্টি ভার্সেস অব লাইট হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করবে টি কে গ্রুপ প্রয়োজনে ইটনা-মিঠামইন সড়ক ভাঙা হবে : উপদেষ্টা ফরিদা সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ আলোচনা সভা আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা গুণগত শিক্ষার সাথে প্রকৌশলীদের নৈতিকতার জ্ঞানার্জন করতে হবে

সকল