২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিসর সরকারের ‘উগ্রবাদী’দের তালিকায় শায়খ ইউসুফ কারাজাভির নাম

মিসর সরকারের ‘উগ্রবাদী’দের তালিকায় শায়খ ইউসুফ কারাজাভির নাম - ছবি : সংগৃহীত

মিসর সরকার তরফ থেকে তিন বছরের জন্য করা ‘উগ্রবাদী’দের একটি তালিকায় উঠে এসেছে বিশ্বনন্দিত আলেমেদ্বীন ড. ইউসুফ আল কারাজাভি রহ:-এর নাম। এ তালিকায় তার মেয়ে উলা ও কারারুদ্ধ জামাতা হোসাম খালাফসহ মুসলিম ব্রাদারহুডের অন্তত ২৭৭ জন কর্মীর নাম রয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) মিসরের কায়রো ফৌজদারি আদালত ওই তালিকাটি প্রকাশ করে। ড. ইউসুফ কারাজাভি রহ: গত ২৬ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে পরপারে পাড়ি জমান।

সূত্র জানায়, কারাজাভির বিরুদ্ধে ২০১৭ সালের একটি রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে। সেখানে মুসলিম ব্রাদারহুডের সামরিক শাখা গঠন, সহিংসতার জন্য তাদেরকে অর্থায়ন এবং পুলিশ, সেনাবাহিনী ও বিচারকদের ওপর হামলাসহ রাষ্ট্রীয় নিরাপত্তার বিঘ্নতা সৃষ্টি- এমন নানা তৎপরতার সাথে ড. কারাজাভির যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। ওই মামলার জেরেই কারাজাভিকে তিন বছরের জন্য ‘সন্ত্রাসী’দের তালিকাভুক্ত করা হয়েছে।

মিসরীয় পত্রিকা আল-আহরাম জানায়, ড. ইউসুফ আল কারাজাভিকে ওই তালিকাভুক্ত করে ১৫ আগস্ট গেজেট প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২৭৭ জনের ওই তালিকায় রয়েছেন ব্রাদারহুডের সাবেক মুরশিদে আম মাহমুদ ইজ্জাত, নায়েবে মুরশিদ ইবরাহিম মুনির, দলের শীর্ষস্থানীয় নেতা মোহাম্মাদ আবদুর রহমান আল-মুরসি, মাহমুদ হুসাইন, জামাল হাশমত, আলী বিত্তিখ, জামাল হাশমাত, আমির বাসাম, হেলমি আল-জাজারসহ অন্যরা।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement