অন্ধত্ব জয়, ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি টাঙিয়ে নামাজে যান বৃদ্ধ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ অক্টোবর ২০২২, ১৬:৫২
সুদানিজ এক বৃদ্ধ। তাও আবার দৃষ্টিপ্রতিবন্ধী। কিন্তু তাহলে কী? দৃষ্টিহীনতা নামাজে যেতে আটকে রাখতে পারেনি তাকে। সহজে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি টাঙিয়েছেন তিনি।
‘ইচ্ছা থাকলে উপায় হয়’ কথাটি যে অমূলক নয়, তা আরো একবার দেখালেন ওই বৃদ্ধ। অন্ধত্ব জয় করে কারো সহযোগিতা ছাড়াই ওই রশি ধরে দৈনিক পাঁচ বেলা মসজিদে গিয়ে নামাজ পড়েন তিনি।
গত শুক্রবার সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আলআরাবিয়া সুদানিজ ওই বৃদ্ধকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে জানানো হয়, এরই মধ্যে বৃদ্ধের রশি ধরে ধরে মসজিদে যাওয়ার একটি ছবি আরব বিশ্বে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এবং অনলাইনে সক্রিয়দের কাছে বেশ প্রশংসিতও হয়েছে।
অনলাইনে সক্রিয়রা বৃদ্ধের প্রশংসার পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষকে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটি সুন্দর যাতায়াতের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।
সূত্র : আলআরাবিয়া
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা