২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শাদে কৃষক ও রাখালদের মধ্যে সংঘর্ষে নিহত ১৩

- ছবি - সংগৃহীত

শাদের মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বুধবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন।

খবর এএফপি’র।

শাদের মধ্য ও দক্ষিণাঞ্চলে এ দুই সম্প্রদায়ের মধ্যে প্রায় সহিংস ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষ আত্মরক্ষায় অস্ত্র রাখেন।

শাদে দেশীয় কৃষকদের বিরুদ্ধে যাযাবর শ্রেণীর আরব রাখালদের ঘোর শত্রুতা লক্ষ্য করা যায়। রাখালরা পশু চরিয়ে কৃষকদের মাঠের ফসলের ক্ষতি করে।

গুয়েরা প্রদেশের গভর্নর সগুর মহেমাত গালমা বলেন, রাজধানী এনজামেনার সাত শ’ কিলোমিটার পূর্বে ডিজঙ্গলে এক শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে কৃষক ও রাখালদের মধ্যে মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তিনি জানান, এক পর্যায়ে তারা পরস্পরের বিরুদ্ধে হামলায় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। এতে ১৩ জন নিহত ও ২০ জন আহত হন।

শাদে এ দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

২০২১ সালের আগস্টে শাদের রাজধানীর দুই শ’ কিলোমিটার পূর্বে ভয়াবহ সংঘর্ষে ২২ জন প্রাণ হারান।


আরো সংবাদ



premium cement