২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জান্তাবিরোধী বিক্ষোভে গিনির রাজধানী অচল

জান্তাবিরোধী বিক্ষোভে গিনির রাজধানী অচল - ছবি : সংগৃহীত

গিনির সামরিক জান্তা ও গণতন্ত্রে ফিরে আসার বিষয়ে তাদের পরিকল্পনাটির বিরুদ্ধে হওয়া বিক্ষোভ বৃহস্পতিবার দেশটির রাজধানীকে অচল করে দেয়। আয়োজকরা বলছেন যে বিক্ষোভে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গত সপ্তাহে পরিকল্পিত এই বিক্ষোভটি এক আঞ্চলিক জোটের সভাপতির করা মন্তব্যের আগে দিয়ে অনুষ্ঠিত হয়। তিনি দাবি করেছেন, তিনি সামরিক জান্তাকে গণতন্ত্রে ফিরে যাওয়ার তাদের ঘোষিত সময়সীমাটি কমাতে রাজি করাতে পেরেছিলেন। তবে জান্তা তার মন্তব্যটি নিশ্চিত করেনি।

দ্য ন্যাশনাল ফ্রন্ট ফর দ্য ডিফেন্স অফ দ্য কন্সটিটিউশন (এফএনডিসি) জানায়, কোনাক্রি’র হামদাল্লায়ে শহরতলীতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে অপর আরো কয়েকজন আহত হয়েছেন বলেও জানানো হয়।

এফএনডিসি একটি প্রভাবশালী রাজনৈতিক জোট। ২০২১ সালে জান্তা ক্ষমতা দখলের পর বেসামরিক শাসনে ফিরে যাওয়ার বিষয়ে জান্তার ‘একতরফা ব্যবস্থাপনা’ প্রত্যাখ্যান করতে বিক্ষোভের ডাক দেয় ওই জোট।

মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

সরকারি প্রসিকিউটর বৃহস্পতিবার একাধিক এলাকার প্রসিকিউটরদের নির্দেশ দেন যাতে বিক্ষোভ আয়োজনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেয়া হয়। বিক্ষোভটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

ক্ষমতা হস্তান্তরের শর্তাবলী নির্ণয়ে ‘গ্রহণযোগ্য আলোচনা’ আয়োজন করতে সামরিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘নিয়মতান্ত্রিকভাবে অস্বীকৃতি’ জানানোর অভিযোগ তুলেছে এফএনডিসি।

এরপরই, সাবেক শাসক দল, র‌্যালি ফর দ্য গিনিয়ান পিপল (আরপিজি) এবং দ্য ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসির (এএনএডি) সমন্বয়ে গঠিত অপর একটি দল ও সমিতির জোট, নিজেদের সমর্থকদের বিক্ষোভে যোগ দেয়ার আহ্বান জানায়।

বৃহস্পতিবার সকালে তরুণ বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ আরম্ভ হয়। বিরোধীদের ঘাঁটি হিসেবে ধারণা করা হয়, এমন বেশ কিছু এলাকায় সংঘর্ষগুলো ঘটে। এএফপি’র এক সংবাদকর্মী এসব তথ্য জানান।

বিক্ষোভকারীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং টায়ারে আগুন ধরিয়ে দেয়। অপরদিকে, ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকা ছোট ছোট দলগুলোকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

শহর কেন্দ্রের বেশিরভাগ এলাকা শান্ত থাকলেও শহরের কর্মকাণ্ড কার্যত অচল হয়ে পড়ে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৭ সাবেক প্রধান বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিমকোর্টের বিচারকাজ বন্ধ ফিরছেন শান্ত, অপেক্ষা বাড়ছে মুশফিকের জন্য পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই তাজরীন ট্র্যাজেডির এক যুগ : পুনর্বাসনের দাবি আহতদের সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত

সকল