২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিউনিসিয়ায় নতুন সংবিধান : স্বল্প উপস্থিতির গণভোটে সাঈদ অনুসারীদের জয়োল্লাস

প্রেসিডেন্ট কাইস সাঈদের সমর্থকদের উল্লাস। - ছবি : সংগৃহীত

তিউনিসিয়ায় নতুন সংবিধানের উপর অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’র জয় উদযাপন করেছেন প্রেসিডেন্ট কাইস সাঈদের অনুসারী কিছু ব্যক্তি। তবে নির্বাচন কর্তৃপক্ষ বলছে, এ ভোটে মাত্র এক-চতুর্থাংশ নিববন্ধনকারী ভোটার তাদের মতামত দিয়েছে।

দেশটির বিরোধী পক্ষ বলছে, নতুন সংবিধানে কাইস সাঈদকে একচ্ছত্র ক্ষমতা দেয়া হয়েছে। দেশ চলে যাচ্ছে এক ব্যক্তির শাসনে।

বিরোধীদের বয়কটের মধ্যে এ গণভোটে মাত্র ১৯ লাখ ভোটার তাদের ভোট দিয়েছেন।

মধ্য তিউনিসে সমবেত সমর্থকদের উদ্দেশে মঙ্গলবার সকালে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট কাইস সাঈদ। এ সময় তিনি জানান, নতুন সংবিধান অনুমোদিত হয়েছে এবং তিনি এ দিনটিকে ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে আখ্যা দেন।

প্রেসিডেন্ট সাঈদ এক বছর আগে একটি ডিক্রি জারি করে পার্লামেন্ট ভেঙে দেন এবং কার্যত একভাবে দেশ শাসন করেন। এ সময় তিনি তার বিরোধী কয়েক ডজন বিচারপতিকেও বরখাস্ত করেন।

নতুন সংবিধান অনুমোদনের মাধ্যমে সাঈদের হাতে ক্ষমতা চলে যাওয়ায় ১১ বছর আগে ২০১১ সালে আরব বসন্তের মাধ্যমে একনায়ক জাইন আল আবিদিন বেন আলিকে হটিয়ে তিউনিসিয়ায় যে গণতান্ত্রিক ধারা ফেরত আনা হয়েছিল তা আবার ইতিহাস হয়ে গেল। ২৩ বছর ধরে ক্ষমতায় ছিলেন বেন আলি।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement