২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্লু নীল প্রদেশে উপজাতিদের মধ্যে সংঘর্ষে ৩১ জন নিহত : সুদানীয় কর্তৃপক্ষ

ব্লু নীল প্রদেশে উপজাতিদের মধ্যে সংঘর্ষে ৩১ জন নিহত : সুদানীয় কর্তৃপক্ষ -

সুদানের দক্ষিণাঞ্চলীয় ব্লু নীল প্রদেশে উপজাতি দুই গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে একজন কৃষককে হত্যার পর ব্লু নীল প্রদেশে হাউসা ও বির্তা জাতিগোষ্ঠীর মধ্যে লড়াই বেড়েছে।

সংঘর্ষে অন্তত ৩৯ জন আহত হয়েছেন এবং রোজাইরেস শহরে ১৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

স্থানীয় সরকার এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে সামরিক ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) মোতায়েন করেছে।

যে এলাকায় সংঘর্ষ হয়েছে সেখানে কর্তৃপক্ষ রাতের বেলা কারফিউ জারি করেছে এবং জমায়েত নিষিদ্ধ করেছে।

এর আগে এপ্রিলে যুদ্ধবিধ্বস্ত দারফুরে উপজাতীয় সংঘর্ষে ২০০ জনের বেশি মানুষ নিহত হন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement