২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিউনিসিয়ায় ঘানুসিসহ ৩৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

আন-নাহদা পার্টির প্রধান রাশেদ ঘানুসি - ছবি - সংগৃহীত

তিউনিসিয়ার আদালত আন-নাহদা পার্টির প্রধান রাশেদ ঘানুসিসহ ৩৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে।

আইনজীবী ইমান গাজারা বলেছেন, চোকরি বেলায়েদ ও মোহাম্মদ ব্রাহ্মিকে হত্যা মামলায় একটি সন্ত্রাসী সংগঠনের সাথে সংশ্লিষ্ঠতা থাকায় সোমবার আন-নাহদা পার্টির প্রধান রাশেদ ঘানুসিসহ ৩৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়।

তিনি বলেন, ‘প্রথম তদন্তকারী বিচারক ৩৩ আসামির বিরুদ্ধে ১৭টি অভিযোগ এনেছেন।’

ইমান গাজারা আরো বলেন, ‘এই অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যপদ এবং অর্থপাচার।’

ডেমোক্রেটিক প্যাট্রিয়টস ইউনিফাইড পার্টির প্রধান চোকরি বেলায়েদকে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীতে তার বাড়ির সামনে হত্যা করা হয়। আর পপুলার কারেন্ট পার্টির প্রধান মোহাম্মদ ব্রাহ্মীকে ২০১৩ সালের ৫ জুলাই তার বাসভবনের সামনে হত্যা করা হয়। পরে আইএস এই দু’জনকে হত্যার কথা স্বীকার করে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement