নাইজেরিয়ায় লাখ লাখ মানুষ খাদ্য ও পুষ্টি সংকটের সম্মুখীন
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ জুন ২০২২, ১০:১৭
জাতিসঙ্ঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করেছেন, সংস্থাটি সহায়তার জন্য প্রয়োজনীয় তহবিল না পেলে, উত্তর-পূর্ব নাইজেরিয়ার লক্ষাধিক মানুষ খাদ্য ও পুষ্টি সঙ্কটের সম্মুখীন হবে।
নাইজেরিয়ার জন্য জাতিসঙ্ঘের আবাসিক এবং মানবিক সমন্বয়কারী, ম্যাথিয়াস শ্যামেল বলেছেন, তিনি এখন বিপদের ঘণ্টা বাজিয়েছেন। কারণ জাতিসঙ্ঘ নাইজেরিয়ার জন্য ৩৫ কোটি ডলার সাহায্যের আবেদন করলেও এ পর্যন্ত পেয়েছে সেই অর্থের ২০ শতাংশেরও কম।
তিনি বলেন, দীর্ঘ ১২ বছরের সংঘাতের পর বোর্নো, আদামাওয়া এবং ইয়োবে রাজ্যের মানুষ বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে।
তিনি আরো বলেন, ৮৪ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন, এরমধ্যে অত্যধিক ঝুঁকিপূর্ণ কমপক্ষে ৫৫ লাখ মানুষকে তারা সহায়তা করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, সেখানে প্রায় ৬ লাখ অভুক্ত মানুষ বর্তমানে দিনের পর দিন অনাহারে কাটাচ্ছে।
তিনি বলেন, বিশেষ করে অপুষ্টির শিকার শিশুরা বিশেষ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন যে জাতিসঙ্ঘের সাহায্যের প্রায় ৮০ শতাংশ ব্যবহার করা হবে নারী ও শিশুদের সাহায্য করার জন্য, যারা প্রায়ই সংঘাতপূর্ণ অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই নারী ও শিশুরা মূলত সহিংসতা, অপহরণ, ধর্ষণ ও অন্যান্য ধরনের নির্যাতনের শিকার হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা