নারীকে হত্যার দায়ে ভেড়ার ৩ বছরের কারাদণ্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ মে ২০২২, ১৩:৪০
নারীকে হত্যার দায়ে এক ভেড়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের রুমবেক শহরে।
এ ঘটনায় নিহত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দিতেও ভেড়ার মালিককে নির্দেশ দিয়েছে দেশটির রুমবেক শহরের একটি স্থানীয় আদালত। ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্তের পরিবারকে পাঁচটি গরু দিতে হবে ভেড়ার মালিককে।
এর আগে গত সপ্তাহে ওই নারীকে হত্যার দায়ে দক্ষিণ সুদানের লেকস প্রদেশের রুমবেক পুলিশ ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয়। অভিযোগ করা হয় ভেড়া ওই নারীর ওপর হামলা করে এবং তার বুকে বেশ কয়েকবার আঘাত করে। যার ফলে ওই নারীর মৃত্যু হয়।
লেকস প্রদেশের প্রথাগত আইন অনুযায়ী, কোনো পোষা প্রাণী যদি কাউকে হত্যা করে তাহলে তাকে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হয়।
সূত্র : গালফ নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা