বৃষ্টিতে রাস্তায় হাঁটুপানি, পিঠে করে শিক্ষার্থীদের পার করে প্রশংসিত তিউনিসিয়ান শিক্ষিকা (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ মে ২০২২, ১৫:৪১, আপডেট: ১১ মে ২০২২, ১৬:০৮
মুষলধারে বৃষ্টি। স্কুলের সামনের রাস্তায় জমে গেছে হাঁটুপানি। শিক্ষার্থীদের পারাপারে তৈরি হয়েছে বেশ সমস্যা। কিন্তু সেই সময়েই এগিয়ে এলেন এক শিক্ষিকা। নিজের পিঠে করে ওই হাঁটুপানি ভেঙে শিক্ষার্থীদের পার করলেন তিনি। আর তাতেই বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন তিউনিসিয়ান ওই নারী।
মঙ্গলবার আলজাজিরা এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করে। তাতে জানানো হয়, পিঠে করে শিক্ষার্থীদের পার করার শিক্ষিকার ওই ভিডিও ইতোমধ্যে শুধু তিউনিসিয়ায়-ই নয়; বরং তা ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
আলজাজিরা জানায়, ঘটনাটি ঘটেছে তিউনিসিয়ার রাজধানী তিউনিসের একটি প্রাথমিক বিদ্যালয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ঘটনাটিকে নিজেদের জন্য গর্ব ও সম্মানের মনে করছেন তিউনিসিয়ানরা। এখনো এই যুগে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের এরূপ স্নেহকে তারা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
তবে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী যথেষ্ট বুঝমান ও বড়, তারা শিক্ষিকার পিঠে না চড়ে নিজেরাই হয়তো অনায়াসে রাস্তা পার হতে পারত। এজন্য কেউ কেউ এও বলেছেন, বড়দের জন্য ভালো ছিল যদি তারা শিক্ষিকাকে কষ্ট না দিয়ে নিজেরাই রাস্তা পার হতো।
সূত্র : আলজাজিরা
مقطع فيديو حصد إعجاب التونسيين .. معلمة تونسية تحمل الطلاب فوق ظهرها لتمكنهم من عبور الطريق ودخول المدرسة#تونس pic.twitter.com/xmJU7PNGz9
— الجزيرة مباشر (@ajmubasher) May 10, 2022
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা