২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কঙ্গোতে বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত

কঙ্গোতে বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত - ফাইল ছবি

প্রথম দফা শান্তি আলোচনা শেষ হওয়ার মাত্র কয়েক দিন পর কঙ্গোর অস্থিতিশীল পূর্বাঞ্চলে সশস্ত্র দলের মধ্যে লড়াইয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র এবং একজন গবেষক সোমবার (২ মে) বলেছেন।

শনিবার দক্ষিণ কিভু প্রদেশের ফিজি অঞ্চলে বিলোজ বিশাম্বুক সেলফ-ডিফেন্স ফোর্স বা এফএবিবি নামে একটি জাতিগত মিলিশিয়ার সাথে কঙ্গোলিজ তুতসি সম্প্রদায় বানিয়ামুলেঞ্জের ছোট ছোট দলগুলোর সংঘর্ষ বাধে।

পূর্ব কঙ্গোতে বেশ কয়েকটি বিদ্রোহী দল সক্রিয় রয়েছে। তাদের বেশির ভাগই ২৫ বছর আগের দুটি আঞ্চলিক যুদ্ধে জড়িত ছিল।

মিনেম্বওয়ে জেলার প্রশাসনিক প্রধান, গ্যাডি মুকিজা বলেছেন, এফএবিবির প্রতিক্রিয়ার কারণ বানিয়ামুলেঞ্জ বাহিনীর তিনটি দল ঐতিহ্যগতভাবে নিরপেক্ষ একটি অঞ্চলে দুটি গ্রাম দখল করে যেটাকে তারা উস্কানি বলে মনে করছে।

মুকিজা বলেন, নিহত ছয়জন ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনটি বানিয়ামুলেঞ্জ দলের মধ্যে দুটি টুইরওয়ানেহো ও এনগুমিনো, গত সপ্তাহে কেনিয়ার নাইরোবিতে শান্তি আলোচনায় অংশ নিয়েছিল।

প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির প্রেরিত প্রতিনিধিদের সাথে ইটুরি এবং উত্তর ও দক্ষিণ কিভু প্রদেশের বেশ কয়েকটি সশস্ত্র দলের প্রায় ৩০ জন প্রতিনিধি আলোচনায় যোগ দেন।

বুধবার পাঁচ দিনের অধিবেশন শেষ হওয়ার কথা। এরপর আগামী সপ্তাহগুলোতে আরো আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

মুসাম্বা আরো বলেন, এফএবিবি নাইরোবি আলোচনায় আমন্ত্রণ না পাওয়ায় স্পষ্টতই ক্ষুব্ধ ছিল।

১৯৯৬-৯৭ এবং ১৯৯৮-২০০৩–এ কঙ্গো যুদ্ধে সহিংসতা, রোগ বা অনাহারে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

সংঘাতটি পূর্ব ও মধ্য আফ্রিকার আশপাশের দেশগুলোকে জড়িয়ে ফেলে এবং অগণিত বিদ্রোহী দলের জন্ম দেয়। যারা সাধারণত জাতিগত সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করছে বলে দাবি করে।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

সকল