সুদানের দারফুরে সংঘর্ষে নিহত ১৬৮
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ এপ্রিল ২০২২, ১৮:০৬
সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছেন৷ নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে দাতা সংস্থাগুলো৷
দারফুরে ২০০৩ সাল থেকে গৃহযুদ্ধ চলছে৷ গত অক্টোবর থেকে এই সংঘাত জমি, গবাদি পশু এবং জলের কারণে বেড়ে গিয়ে ভয়াবহ রূপ নিয়েছে৷
শরণার্থী সহযোগিতা সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর রিফিজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুরের মুখপাত্র আদম রেগাল জানান, ‘গত শুক্রবারে পশ্চিম দারফুরের ক্রাইনিক এলাকায় শুরু হওয়া সংঘাতে অন্তত ১৬৮ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছে৷' এই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন৷
সশস্ত্র ব্যক্তিরা তাদের গোত্রের দুজনের হত্যার প্রতিশোধ নিতে গত শুক্রবার অভিযুক্ত বিরোধী গোত্রের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়, সেদিন অন্তত আটজন মারা যায়৷
বেশ কয়েকটি হাসপাতালে হামলা হয়েছে৷ রেড ক্রসের কর্মীরা আহতদের নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য সব গোত্রের প্রতি আহ্বান জানিয়েছেন৷
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এলাকার বাড়িঘরের জলন্ত ছবি দেখা গেছে৷ কিন্তু বার্তা সংস্থা এএফপি এই ছবির সত্যতা যাচাই করতে পারেনি৷
জাতিসঙ্ঘ বলছে, ২০০৩ সালে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং আড়াই লাখের মতো মানুষ গৃহহীন হয়েছে৷
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা