২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘কঙ্গোয় হাজার হাজার মানুষের জরুরি সহায়তার প্রয়োজন’

‘কঙ্গোয় হাজার হাজার মানুষের জরুরি সহায়তার প্রয়োজন’ - ছবি : সংগৃহীত

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা বলছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি)র উত্তর কিভু প্রদেশে এ সপ্তাহের শুরুর দিকে সহিংস সংঘর্ষের কারণে পালিয়ে আসা প্রায় ৪৬ হাজার কঙ্গোবাসীর জরুরি সহায়তার প্রয়োজন।

২৮ মার্চ একটি বিদ্রোহী সামরিক দল এম২৩ এবং উত্তর কিভু প্রদেশের রুতশুরু অঞ্চলে কঙ্গোর সেনাবাহিনীর মধ্যে যে লড়াই শুরু হয়েছিল তাতে আনুমানিক ১০ হাজার মানুষ সীমান্ত পেরিয়ে নিরাপত্তার জন্য উগান্ডায় পালিয়ে যায়।

জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ডিআরসি'র মধ্যে আরো প্রায় ৩৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মুখপাত্র বরিস চেরশিকভ বলেন, ইউএনএইচসিআর-এর কর্মীরা যারা সীমান্তে নতুন আসা শরণার্থীদের স্বাগত জানাতে এসেছিলেন তারা দূর থেকে ভেসে আসা গোলাগুলির আওয়াজ শুনতে পান।

তিনি বলেন, সেখানে আসা লোকজনের মধ্যে কয়েক জনের শরীরে গুলির আঘাত ছিল। তাদের চিকিৎসা করা দরকার ছিল।

তিনি বলেন, এদের অনেকেই কাছাকাছি একটি স্কুল এবং হাসপাতালে বা স্থানীয় পরিবারের কাছে আশ্রয় পেয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ খোলা মাঠের নিচে বাস করছে এবং সেখানে ভারী বৃষ্টির হওয়ায় পরিস্থিতি আরো শোচনীয় হয়ে উঠেছে।

চেশিরকভ বলেন, মৌলিক সহায়তা প্রদানের জন্য ইউএনএইচসিআর উগান্ডার সরকার ও মানবিক সাহায্য দানকারী অংশীদারদের সাথে কাজ করছে এবং তাদের কয়েকজনকে কঙ্গো সীমান্ত বরাবর ট্রানজিট সেন্টারগুলোতে স্থানান্তর করা হচ্ছে।

তিনি বলেন, ডিআরসির অভ্যন্তরে বাস্তুচ্যুত প্রায় ৩৬ হাজার মানুষের বেশিরভাগই আশ্রয়দানকারী পরিবারের সাথে বা বাজার এবং স্কুলে বসবাস করছে। তিনি আরো বলেন যে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ওই সব মানুষের কাছে সহায়তা সরবরাহ করা কঠিন হয়ে উঠেছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন

সকল