২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্যামেরুনে কলেরায় এক সপ্তাহে ২৯ জনের মৃত্যু

ক্যামেরুনে কলেরায় এক সপ্তাহে ২৯ জনের মৃত্যু - ছবি : সংগৃহীত

ক্যামেরুনে এক সপ্তাহে কলেরায় ২৯ জন মারা গেছে। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের পশ্চিমাঞ্চলে তিনটি শহরে বেশিরভাগ প্রাণহানি ঘটেছে।

স্বাস্থ্যমন্ত্রী মানাউদা মালাচি টুইট করেছেন, ১৬ থেকে ২২ মার্চের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কলেরার প্রাদুর্ভাব দেখা গেছে। ইতোমধ্যে ৩০০ জনের বেশি আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, কুম্বায় ২০ জন মারা গেছে, বুয়াতে দুজন, টিকোতে পাঁচ জন এবং রাজধানী ইয়াওন্ডেতে দুজনের মৃত্যু হয়েছে।

২০২১ সালের অক্টোবর থেকে প্রাদুর্ভাবে মোট ৬২ জন মারা গেছে এবং এই সময়ের মধ্যে প্রায় ২ হাজার ১০০ জন আক্রান্ত হয়েছে। মালাচি আরো জানান, কর্তৃপক্ষ টিকা কর্মসূচি গ্রহণ করেছে এবং কলেরা প্রতিরোধের জন্য পদক্ষেপ নিয়েছে।

২৫ মিলিয়নেরও বেশি বাসিন্দার পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে প্রায়ই প্রাদুর্ভাব ঘটে। ২০২০ সালে জানুয়ারী থেকে আগস্ট মাসের মধ্যে সর্বশেষ মহামারীতে ৬৬ জনের মৃত্যু হয়েছিল।


আরো সংবাদ



premium cement