২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পুতিনের প্রতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে এইউ

পুতিনের প্রতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে এইউ - ফাইল ছবি

সেনেগালের প্রেসিডেন্ট ও আফ্রিকান ইউনিয়নের (এইউ) চেয়ারম্যান ম্যাকি সাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে জাতিসঙ্ঘের ভোট দান থেকে বিরত থাকে সেনেগাল। এর মাত্র এক সপ্তাহ পর সাল পুতিনের সাথে এই আলোচনা হয়। এই যুদ্ধ শেষ হোক আফ্রিকার দেশগুলো তা দেখতে আগ্রহী হলেও তারা পুতিনকে বিচলিত করতে চান না।

প্রেসিডেন্ট সাল আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বুধবার যে অনুরোধটি করেন তা ছিল এক সপ্তাহ আগে সেনেগালের প্রেসিডেন্ট হিসেবে তিনি যা করেছিলেন তার বিপরীত। রাশিয়ান আগ্রাসনের নিন্দা জানাতে জাতিসঙ্ঘের ভোট থেকে বিরত থাকার জন্য সেনেগাল আফ্রিকার আরো ১৬টি দেশের সাথে যোগ দেয়।

সেনেগালকে পশ্চিম আফ্রিকায় গণতন্ত্রের আদর্শ হিসেবে বিবেচনা করা হয় স্বভাবতই তাদের এই পদক্ষেপ অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়।

আফ্রিকা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গবেষণার পরিচালক জোসেফ সিগল বলেন, বছরের পর বছর ধরে আফ্রিকার অনেক দেশের জন্য ‘মৈত্রী মুক্ত’ অবস্থান অনেকটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে কারণ মহা শক্তিধর দেশগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতায় জড়িত হতে বা এর মধ্যে সম্পৃক্ত হতে তারা চায় না। ভোট না দেয়ার কারণ রাশিয়ার পক্ষ সমর্থন নয় বরং নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করা।

আফ্রিকা মহাদেশ জুড়ে রাশিয়া প্রচুর ব্যবসায়িক লেনদেন করে। যেমন, গত বছর সেনেগাল রাশিয়ার তেল কোম্পানি লুকোওয়েলের সাথে ৩০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। ক্যামেরন, মিশর, ঘানা ও নাইজেরিয়াতেও ওই প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। আফ্রিকাব্যাপী রাশিয়ার খনির কোম্পানিগুলো কাজ করছে। তারা অ্যাঙ্গোলায় খনি থেকে হীরা বের করা থেকে শুরু করে গিনিতে অ্যালুমিনিয়াম এবং নামিবিয়ায় ইউরেনিয়াম উত্তোলনের কাজ করছে।

সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মস্কো আফ্রিকার প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত আফ্রিকার ২০টিরও বেশি দেশের সাথে মস্কোর সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

সকল