২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্যামেরুনে বিদ্রোহীদের বোমার আঘাতে কর্মকর্তাদের প্রাণহানি

ক্যামেরুনে বিদ্রোহীদের বোমার আঘাতে কর্মকর্তাদের প্রাণহানি -


ক্যামেরুনের ইংরেজিভাষী বিচ্ছিন্নতাবাদীরা বুধবারের হামলার দায় স্বীকার করেছে। ওই আক্রমণে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও একজন মেয়রসহ সাতজন নিহত হয়েছেন।

ক্যামেরুনের সামরিক বাহিনী বলছে, কর্মকর্তারা বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের সমর্থন বাড়ানোর জন্য যখন সফর করছিলেন তখনই ঘরে তৈরি একটি বোমা তাদের গাড়িতে আঘাত হানে।

সরকার জানিয়েছে, ক্যামেরুনের দক্ষিণ-পশ্চিমের ইংরেজি ভাষা-ভাষীদের অঞ্চল একন্ডো টিটি জেলার বেকোরা গ্রামে কর্মকর্তাদের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। সরকারের পক্ষ থেকে বলা হয় একন্ডো টিটি'র শীর্ষ সরকারি কর্মকর্তা টিমোথি আবোলোয়া, ইকন্ডো টিটির মেয়র নানজি কেনেথ এবং ক্যামেরুনের ক্ষমতাসীন ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির একন্ডো টিটি’র সভাপতি ইবেকু উইলিয়ামসহ ছয়জন কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান।

ক্যামেরুনের সামরিক বাহিনী জানিয়েছে, ঘরে তৈরিবোমাটি বিস্ফোরিত হওয়ার পর কাছেই একটি ঝোপের মধ্যে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা গুলি ছুড়তে শুরু করে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গভর্নর বার্নার্ড ওকালিয়া বিলাই বলেন, বেশ কয়েকজন সরকারি সেনা আহত হয়েছে এবং একজন সামরিক কর্মকর্তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। ক্যামেরুনের রাষ্ট্রীয় সম্প্রচার সিআরটিভিসহ স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বিলাই এ কথা জানান।

ক্যামেরুনের সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, বিস্ফোরণের পরপরই একন্দো টিটিতে সেনা মোতায়েন করা হয়েছে। সামরিক বাহিনী বলেছে, বিদ্রোহীদের কাছ থেকে সরকারি সেনারা যেকোনো ধরনের প্রতিরোধের মুখে পড়লে সেনারা বিদ্রোহীদের খুঁজে বের করে গ্রেফতার অথবা হত্যা করবে।

আম্বাজোনিয়া ডিফেন্স ফোর্সেসকে ক্যামেরুনের বৃহত্তম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বলে মনে করা হয়। কাপো ড্যানিয়েল আম্বাজোনিয়া প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি ডিফেন্স চিফ অফ স্টাফ।

জাতিসঙ্ঘ বলছে, এই সংঘাতে সাড়ে ৩ হাজারেরও বেশি লোক নিহত এবং সাড়ে ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


আরো সংবাদ



premium cement