ইরিত্রিয়ার হাজার হাজার শরণার্থীর পরিণতি অজানা
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ফেব্রুয়ারি ২০২২, ১১:১১
জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা শুক্রবার জানিয়েছে যে, ইথিওপিয়ার উত্তরের আফার অঞ্চলের একটি শরণার্থী শিবির হামলার শিকার হওয়ার দুই সপ্তাহ পরেও, সেই শিবিরে আশ্রিত ইরিত্রিয়ার হাজার হাজার শরণার্থীর অবস্থান সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যায়নি।
ফেব্রুয়ারির ৩ তারিখে সশস্ত্র ব্যক্তিরা বারাহলে শরণার্থী শিবিরে প্রবেশ করে। এর ফলে সেখানে বসবাসকারী ইরিত্রিয়ার ২১ হাজার শরণার্থী প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে যান। ৪ হাজার জনেরও বেশি দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে আফারের আঞ্চলিক রাজধানী সেমেরা পর্যন্ত পৌঁছান।
সেখানে পৌঁছানোর পর শরণার্থীরা জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা, ইউএনএইচসিআরকে বলেন যে, সশস্ত্র অনুপ্রবেশকারীরা তাদের জিনিসপত্র কেড়ে নেয় এবং তাদের বাড়িঘর দখল করে ফেলে। তারা জানায় যে অন্তত পাঁচজন শরণার্থী নিহত হয়েছেন এবং কয়েকজন নারীকে অপহরণ করা হয়েছে।
ইউএনএইচসিআরের মুখপাত্র বরিস চেশিরকভ বলেন যে, শিবিরটি ছেড়ে পালানোর বিশৃঙ্খলার মধ্যে পরিবারের সদস্যরা একে অপরকে হারিয়ে ফেলেন।
তিনি বলেন, ইরিত্রিয়ার হাজার হাজার শরণার্থী আশ্রয়দানকারী পরিবারগুলোর সাথে বসবাস করছেন, কিন্তু নিখোঁজ থাকা আরো হাজার হাজার মানুষ সম্পর্কে কিছুই জানা যায়নি।
চেশিরকভ বলেন যে বিভিন্ন সংস্থা সেমেরাতে অবস্থিত শরণার্থীদের আশ্রয়, ত্রাণ সামগ্রী, খাদ্য ও পরিষ্কার পানি সরবরাহ করছে। তিনি বলেন যে, সবচেয়ে দুর্বল শরণার্থী, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু ও নির্দিষ্ট চাহিদাসম্পন্ন অন্যান্যদের শনাক্ত ও সহায়তার জন্য সুরক্ষা ডেস্ক স্থাপন করা হয়েছে।
তিনি বলেন যে, সরকার একটি অস্থায়ী শিবিরের জন্য একটি স্থান নির্বাচন করেছে এবং শরণার্থীদের সেখানে দ্রুত স্থানান্তরের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা