২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালি থেকে ফ্রান্স ও তার ইউরোপীয় মিত্রদের সেনা প্রত্যাহার

মালি থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ফ্রান্স ও তার ইউরোপীয় মিত্ররা - ছবি : সংগৃহীত

১০ বছর যুদ্ধ করার পর মালি থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ফ্রান্স ও তার ইউরোপীয় মিত্ররা। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইউরোপীয় ও আফ্রিকান মিত্রদের সাথে নিয়ে ফ্রান্স কর্তৃপক্ষ বলেছে, মালির সামরিক সরকার যে সকল শর্তারোপ করেছে তাতে দেশটিতে আর কোনো সেনা অভিযান চলানো সম্ভব না।

এ সিদ্ধান্ত অনুসারে আফ্রিকার সাহেল অঞ্চল থেকে ফ্রান্সের বারখানে বাহিনী ও ইউরোপীয় তাকুবা বাহিনীকে সরিয়ে নেয়া হবে।

ফ্রান্স ও তার ইউরোপীয় মিত্রদের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, মালির বর্তমান রাজনৈতিক অবস্থা, সেনা অভিযানের বিষয়ে আরোপিত শর্ত ও আইনগত অবস্থার কারণে এখানে আর অবস্থান করা সম্ভব না। এমন অবস্থায় বর্তমান পরিস্থিতি ও আরোপিত শর্তানুসারে মালিতে উগ্রবাদবিরোধী অভিযান চালানো যাবে না।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো অবশ্য এ বিষয়টা স্বীকার করতে চাচ্ছেন না যে তার দেশ মালিতে সামরিকভাবে ব্যর্থ হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট বরং তাদের সাবেক উপনিবেশের (মালি) শাসকদের সমালোচনা করেছেন।

এ বিষয়ে ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, মালি কর্তৃপক্ষের (সামরিক শাসক) কৌশল ও লুকানো উদ্দেশ্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement