২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আলজেরিয়াতে ফ্রান্সের পারমাণবিক পরীক্ষার বিষয়ে মামলার হুমকি

আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) - ছবি : সংগৃহীত

আলজেরিয়াতে ফ্রান্সের পারমাণবিক পরীক্ষার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অধিকার রক্ষা করতে একটি মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার হুমকি দিয়েছে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

আলজেরিয়ার গণমাধ্যম ইচোরোউক তাদের প্রতিবেদনে বলেছে, আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে ফ্রান্সের পারমাণবিক পরীক্ষার পর সৃষ্ট তেজস্ক্রিয় বিকিরণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ চেয়েছিল আইসিএএন আলজেরিয়া নামের একটি মানবাধিকার সংগঠন। কিন্তু, বারবার ক্ষতিপূরণ চাওয়ার পরেও এ বিষয়ে ফ্রান্সের পক্ষ থেকে কোনো সাড়া পওয়া যায়নি। এরপর আলজেরিয়াতে ফ্রান্সের পরমাণু বিস্ফোরণ ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার প্রস্তুতি নেয় ওই মানবাধিকার সংগঠন।

আইসিএএন আলজেরিয়া নামের ওই মানবাধিকার সংগঠন জানিয়েছে, তারা আলজেরিয়ার ক্ষতিগ্রস্ত সাধারণ নারী ও পুরুষদের অধিকার রক্ষার জন্য কাজ করছে। ওই ব্যক্তিরা ১৯৬০ থেকে ১৯৬৬ সালের মধ্যে ফ্রান্সের পারমাণবিক পরীক্ষার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ফ্রান্সের ঘৃণ্য পরমাণু সন্ত্রাসের (অপরাধের) কারণে এখন এ সকল আলজেরিয়ান ভুগছেন। কিন্তু, আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে ফ্রান্স যে সকল অপরাধ করেছে তার কোনো কিছু স্বীকার করছে না দেশটি।

তিনি বলেন, আমরা একটি ন্যায়সঙ্গত ও সঠিক দাবি নিয়ে লড়াই করছেন। কিন্তু, ফরাসি রাজনীতিবিদরা আমাদের হতাশ করেছেন।

এদিকে আলজেরিয়ান রাষ্ট্রপতি আবদেলমাজিদ তেবোউন ও দেশটির কর্মকর্তারাও ফ্রান্সের পরমাণু অপরাধের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন। কিন্তু, ফ্রান্স এ বিষয়ে কোনো দায় নিতে চাচ্ছে না। এমকি আলজেরিয়ার দক্ষিণাঞ্চলের কোন এলাকাগুলোতে পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল তার পূর্ণাঙ্গ ম্যাপও সরবরাহ করেনি ফ্রান্স।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল