২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা আবার রাস্তায় নেমেছে; অনেকে গ্রেফতার

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা আবার রাস্তায় নেমেছে; অনেকে গ্রেফতার - ফাইল ছবি

সুদানে অক্টোবরের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে চলছে একের পর এক বিক্ষোভ ও রাজনৈতিক আটক। এর মধ্যে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের পাশাপাশি বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের প্রাসাদের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে সুদানের নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুঁড়েছে।

অভ্যুত্থানের মাধ্যমে দখলের ফলে সুদানে সামরিক ও বেসামরিক রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্বের অবসান ঘটে। আন্তর্জাতিকভাবে এর নিন্দা জানানো হয় এবং দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয়।

মূলত কৃষকের জন্য বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে সামরিক শাসন প্রত্যাখ্যান এবং কৃষক ও ব্যবসায়ী উভয়ের জন্য আরো সহায়তার দাবি এতে যুক্ত হয়।

যদিও খার্তুমের কিছু বিক্ষোভকারী বলেছেন, তারা সেনাবাহিনীর নেতৃত্বে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করছেন। অন্যরা গ্রেফতার ২০০০-এর বেশি মানুষের জন্য মিছিল করছেন।

আইনজীবীরা জানান, অভ্যুত্থানের পর থেকে এই ২০০০-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সামরিক বাহিনীর সমালোচনাকারী, দুজন বিশিষ্ট রাজনৈতিক সমালোচক ওমর ইউসুফ ও ওয়াগদি সালিহকে বুধবার গ্রেফতার করা হয়েছে।

ইউএস স্টেট ডিপার্ট্মেন্ট বলেছে যে, ব্রিটেন, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের সাথে ওয়াশিংটনও ‘সুদানের সামরিক কর্তৃপক্ষের এই হয়রানি ও ভীতি প্রদর্শনের নিন্দা জানায়।’

বিবৃতিতে সুদানের সামরিক বাহিনীকে অন্যায়ভাবে আটক সকলকে মুক্তি দেয়ার এবং জরুরি অবস্থা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল