২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টিগ্রায়ে বন্ধ হয়ে যেতে পারে মানবিক সহায়তা কার্যক্রম

টিগ্রায়ে বন্ধ হয়ে যেতে পারে মানবিক সহায়তা কার্যক্রম - ছবি : সংগৃহীত

জাতিসঙ্ঘের অফিস ফর দ্যা কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বা ওসিএইচএ সতর্ক করে দিয়েছে যে ইথিওপিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধরত টিগ্রায় প্রদেশে তাদের মানবিক সহায়তা কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে কারণ সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে।

উত্তর ইথিওপিয়ায় প্রবল সংঘাতের কারণে মধ্য ডিসেম্বর থেকে টিগ্রায়তে লাখ লাখ দুস্থ মানুষের জন্য ত্রাণ পৌঁছোতে পারছে না।

ওসিএইচএ মুখপাত্র ইয়েন্স লার্কে বলেন যে, জাতিসঙ্ঘ ও অন্য বেসরকারি সহায়তা সংস্থাগুলোকে ইতোমধ্যেই নিজেদের কার্যক্রমের পরিধি হ্রাস করতে হয়েছে, কারণ সরবরাহ, জ্বালানি ও নগদ অর্থের তীব্র অভাব দেখা দিয়েছে।

লার্কে বলেন, সংস্থাগুলো সতর্ক করেছে যে ফেব্রুয়ারির শেষ নাগাদ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। পরিপূরক খাদ্য ও তীব্র পুষ্টিহীনতার চিকিৎসার জন্য ব্যবহৃত পুষ্টি সামগ্রীর সরবরাহ একেবারে শেষ হয়ে গেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে যে টিগ্রায়ে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ১৩ শতাংশ, এবং অন্তঃস্বত্ত্বা ও স্তন্যপান করানো মায়েদের অর্ধেক পুষ্টিহীনতায় ভুগছেন। এমন পরিস্থিতির ফলে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বেড়েছে।

লার্কে বলেন যে টিগ্রায়তে কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে যে তাদের জ্বালানীর শেষ মজুদটুকুও জানুয়ারির ২৪ তারিখে শেষ হয়ে গেছে।

তিনি বলেন যে তখন থেকে ত্রাণকর্মীরা অবশিষ্ট থাকা সামান্য মানবিক সহায়তা সামগ্রীগুলো, যেখানে সম্ভব সেখানে পায়ে হেঁটে বিতরণ করছেন।

তবে আমহারা ও আফার-এ পরিস্থিতি টিগ্রায়-এর থেকে ভিন্ন। লার্কে বলেন যে সেখানকার সহজগম্য এলাকাগুলোতে সাহায্য সংস্থাগুলো তাদের সহায়তার মাত্রা বৃদ্ধি করতে সক্ষম। তিনি বলেন, গত সপ্তাহে আমহারায় পাঁচ লাখেরও বেশি মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে এবং আফারে এই দফায় প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষের কাছে খাদ্য বিতরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল