বুরকিনা ফাসোর প্রেসিডেন্টকে আটকের দাবি বিদ্রোহী সৈন্যদের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ জানুয়ারি ২০২২, ১৬:৪৫, আপডেট: ২৬ জানুয়ারি ২০২২, ১২:৫১
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরেকে আটক করার দাবি করেছে বিদ্রোহী সৈন্যরা। সোমবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কাছে ফোনে এই তথ্য জানান দুই বিদ্রোহী সৈন্য।
তবে কাবোরেকে কোথায় রাখা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা না হলেও ওই সৈন্যরা তাকে নিরাপদে রাখা হয়েছে বলেন জানান।
এর আগে রোববার রাজধানী ওয়াগাদোগুসহ দেশটির বিভিন্ন স্থানে সামরিক ব্যারাকে বিদ্রোহ শুরু হয়। শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং দেশটিতে উগ্রবাদীদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ‘পর্যাপ্ত সম্পদ’ বরাদ্দের দাবিতে এই বিদ্রোহ শুরু করে একদল সৈন্য।
পরে রোববার বিকেলে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গোলাগুলির শব্দ শোনা যায়।
এর জেরে দেশটিতে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ গ্রহণ ও প্রেসিডেন্টকে বন্দি করার গুজব ছড়িয়ে পড়েছে।
তবে সরকারের পক্ষ থেকে সামরিক বাহিনীর দেশের নিয়ন্ত্রণ গ্রহণের খবর অস্বীকার করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বাথেলেমি সিমপুর এক ভাষণে পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপ্রধানকে বন্দি করা হয়নি, দেশের কোনো প্রতিষ্ঠানই হুমকিতে নেই।’
তবে প্রেসিডেন্ট কোথায় রয়েছেন, তা নিয়েও কিছুই জানাননি তিনি।
বুরকিনা ফাসোতে ২০১৫ সালে এক গণবিক্ষোভের জেরে দেশটিতে তিন দশক ক্ষমতায় থাকা একনায়ক ব্লাইজ কম্পোরে ক্ষমতাচ্যুত হন। এর পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে।
২০২০ সালের সালের নভেম্বরের নির্বাচনে জয়ের মাধ্যমে আবার পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসেন কাবোরে।
তবে দেশটিতে উগ্রবাদী হামলা বেড়ে যাওয়ার জেরে তার সাথে সামরিক বাহিনীর অসন্তোষ বাড়তে থাকে।
অসন্তুষ্ট বিদ্রোহী সৈন্যরা বার্তা সংস্থা এপিকে জানান, প্রেসিডেন্টের সাথে অসন্তোষের জেরে তারা প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে আসছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী আদেশ দেয়া না পর্যন্ত সারাদেশে প্রতিদিন রাত ৮টা থেকে রাতজুড়ে কারফিউর ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অপরদিকে দেশটির শিক্ষা মন্ত্রণালয় সোম ও মঙ্গলবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আদেশ দিয়েছে।
সূত্র : এপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা