দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী বিশপ ডেসমন্ড টুটু আর নেই
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ ডিসেম্বর ২০২১, ১৪:৩৭
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার সাবেক আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। রোববার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে এই খবর জানান।
মৃত্যুর সময় ডেসমন্ড টুটুর বয়স হয়েছিলো ৯০ বছর। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দক্ষিণ আফ্রিকায় দরিদ্রতা, বর্ণবাদ, যৌনতাবিরোধী প্রচারণায় সামনের সারি থেকে নেতৃত্ব দেন টুটু।
ডেসমন্ট টুটু ১৯৩১ সালের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের ক্লের্কড্রপ জন্মগ্রহণ করেন। লন্ডনের কিংস কলেজ থেকে ১৯৬২-৬৬ সালে ধর্মতত্ত্বে উচ্চতর ডিগ্রী লাভ করলেন তিনি। তারপর দক্ষিণ আফ্রিকায় ফিরে এসে ধর্মতত্ত্ব পড়াতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ে। এরপর ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে নিজেকে জড়িয়ে ফেলেন টুটু।
দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নিরসনে ভূমিকার জন্য ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ১৯৯৯ সালে সিডন শান্তি পুরস্কারসহ ২০০৭ সালে গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন তিনি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা