এখনো লিবিয়াতে আছে ৭০০০ রাশিয়ান ভাড়াটে যোদ্ধা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২১, ২৩:৩৫
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের শীর্ষ পরিষদ দাবি করেছে যে দেশটিতে এখনো সাত হাজারের বেশি রাশিয়ান ভাড়াটে যোদ্ধা আছে। রোববার লিবিয়ান কর্তৃপক্ষ এমন সংবাদ প্রকাশ করেছে।
অডিও চ্যাট অ্যাপ ক্লাবহাউজে দেয়া এক বিবৃতিতে লিবিয়ার খালিদ আল-মিশরি বলেন, রাশিয়া ওয়াগনার গ্রুপের ভাড়াটে যোদ্ধারা বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সজ্জিত। এমনকি তাদের যুদ্ধ বিমানও আছে। সির্তের আলগোরবাবিয়া ও আল-জুফরা সামরিক ঘাঁটিতে তাদের ৩০টির বেশি জঙ্গি বিমান আছে।
তিনি বলেন, উত্তর আফ্রিকাতে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায় রাশিয়া। তারা তাদের এ উদ্দেশ্য সাধনের জন্য লিবিয়াকে বেছে নিয়েছে।
২০১৯ সাল থেকে লিবিয়াতে রাশিয়ার ওয়াগনার গ্রুপের ভাড়াটে যোদ্ধারা অবস্থান করছে। লিবিয়ার যুদ্ধবাজ নেতা খলিফা হাফতার এ ওয়াগনার গ্রুপকে মদদ দিয়ে থাকে।
বর্তমানে লিবিয়ান কর্তৃপক্ষ আশা করছে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুসারে দেশটিতে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন সম্পন্ন হলে বহু বছরের সঙ্ঘাত ও যুদ্ধের অবসান হবে।
সূত্র : ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা