২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধকালীন আর্কাইভ উন্মুক্ত করবে ফ্রান্স

বন্দী এক আলজেরীয়কে ঘিরে রেখেছে ফরাসি সৈন্যরা - ছবি : সংগৃহীত

আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ সংক্রান্ত দলিলপত্রের আর্কাইভ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেবে ফ্রান্স।

শুক্রবার ফরাসি বিএফএম টিভির সাথে এক সাক্ষাতকারে এই কথা বলেন দেশটির সংস্কৃতিমন্ত্রী রোজলাইন ব্যাশলে।

১৯৫৪ থেকে ১৯৬২ পর্যন্ত ফ্রান্সের অধীনতা থেকে মুক্তির জন্য আট বছর একটানা যুদ্ধ চালায় আলজেরীয়রা।

যুদ্ধের সময় আলজেরীয়দের বিরুদ্ধে ফরাসিরা 'গণহত্যা' ও 'নিপীড়ন' চালিয়েছে বলে ঐতিহাসিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

আট বছরের যুদ্ধে হাজার হাজার আলজেরীয় প্রাণ হারায়।

সাক্ষাতকারে রোজলাইন ব্যাশলে বলেন, 'আমাদের উচিত ঐতিহাসিক সত্যের মুখোমুখি হওয়ার সাহস অর্জন করা।'

তিনি বলেন, 'আলজেরিয়ার সাথে আমাদের বিভিন্ন বিষয় পুনর্গঠন করতে হবে। একমাত্র সত্যের ভিত্তিতেই এই পুনর্গঠন সম্ভব।'

ফরাসি সংস্কৃতিমন্ত্রী বলেন, 'আমি চাই আমরা যেন নিজ চোখে তা দেখতে পারি। মিথ্যার ওপর আমরা জাতীয় ইতিহাস তৈরি করতে পারি না।'

তিনি আরো বলেন, 'আমাদের সত্যকে ভয় করা উচিত নয়। আমাদের উচিত তাকে যথার্থ স্থানে রাখা।'

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইভ লে ড্রিয়ার আলজেরিয়ায় সফরের দুই দিন পরেই এই ঘোষণা এলো। দেশটির সাথে ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক পুনর্নির্মাণের উদ্দেশ্যে সফরে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তাববুনের সাথে ব্ঠৈক করেন।

এর আগে গত অক্টোবরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার এক ভাষণে আলজেরিয়ার 'রাজনৈতিক-সামরিক নিয়মতন্ত্রের' অধীনে ইতিহাস পুনর্লিখন ও 'ফ্রান্সের বিরুদ্ধে ঘৃণায়' উৎসাহ দানের অভিযোগ করেন। একইসাথে ১৮৩০ সালে ফরাসি উপনিবেশের আগে জাতি হিসেবে আলজেরিয়ার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এই ঘোষণার এক মাস আগে ফ্রান্স দেশটিতে আলজেরিয়া, মরক্কো ও তিউনিসিয়ার নাগরিকদের জন্য ভিসার কোটা কমায়। দুই ঘটনার প্রতিক্রিয়ায় আলজেরিয়ায় ফ্রান্সবিরোধী উত্তেজনা সৃষ্টি হয়। এর ফলে আলজিয়ার্স প্যারিস থেকে তার দূতকে প্রত্যাহার করে এবং ফরাসি সামরিক বিমানের জন্য তার আকাশসীমাকে নিষিদ্ধ করে।

ফ্রান্সের সাথে আলজেরিয়ার সম্পর্কের টানাপোড়েনে গত নভেম্বরে প্যারিসে অনুষ্ঠিত যুদ্ধবিধ্বস্ত লিবিয়া সংক্রান্ত এক সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন আলজেরীয় প্রেসিডেন্ট।

১৯৬২ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জনের আগে মোট ১৩২ বছর আলজেরিয়া ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীন ছিলো।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল