২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বুরুন্ডির কারাগারে অগ্নিকাণ্ড, নিহত ৩৮

বুরুন্ডির কারাগারে অগ্নিকাণ্ড, নিহত ৩৮ - ছবি : সংগৃহীত

বুরুন্ডির এক কারাগারে বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণে ৩৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বুরুন্ডির ভাইস প্রেসিডেন্ট প্রোসপার বাজমবানজার বরাত দিয়ে এএফপি এমন সংবাদ প্রকাশ করেছে।

ভোর ৪টায় এ আগুন লাগে। এ সময় ওই জেলখানা্র ৩৮ বন্দী নিহত হয় এবং আরো অন্তত ৬৯ জন আহত হয়। এ অগ্নিকাণ্ডের সময় ওই জেলখানার অনেকগুলো এলাকা ধ্বংস হয়েছে।

রুন্ডির ভাইস প্রেসিডেন্ট প্রোসপার দেশটির কয়েকজন শীর্ষ পর্যায়ের মন্ত্রীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

বুরুন্ডির ভাইস প্রেসিডেন্ট প্রোসপার বাজমবানজা সাংবাদিকদের বলেন, পূর্ব আফ্রিকার দেশটির প্রশাসনিক রাজধানী গিটেগার ওই কারাগারের ভবনটিতে অগ্নিকাণ্ডে অন্তত ৬৯ জন আহত হয়েছেন।

এদিকে এক বন্দী জানিয়েছে, আগুনে অসংখ্য কারাবন্দী পুড়ে মারা গেছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, গুরুতর আহতদের সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেয়া হয়েছে।

সূত্র : আল-জাজিরা, এএফপি


আরো সংবাদ



premium cement