যে চুক্তিতে ক্ষমতা ফিরে পেলেন হামদুক
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ নভেম্বর ২০২১, ২৩:৫৬, আপডেট: ২২ নভেম্বর ২০২১, ১০:৪৪
সুদানে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে আবার ক্ষমতায় ফিরিয়ে এনেছে দেশটির সেনাবাহিনী। তবে এর জন্য তাকে সমঝোতা চুক্তি করতে হয়েছে।
শনিবার রাতে হামদুককে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করার ব্যাপারে সামরিক বাহিনী, বেসামরিক নেতৃবৃন্দ এবং সাবেক-বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এই সমঝোতা চুক্তি হয়।
এর সাথে জড়িত আলোচকরা জানিয়েছেন, একটি সরকারি ঘোষণায় সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়া হবে। তবে তার আগে জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহানের ক্ষমতাসীন কাউন্সিলের একটি বৈঠক হবার কথা রয়েছে।
হামদুককে উদ্ধৃত করে বলা হচ্ছে যে, দেশে রক্তপাত বন্ধ করার স্বার্থে এই চুক্তির শর্ত তিনি মেনে নিয়েছেন।
অবশ্য দেশটির প্রধান বিরোধী জোট এফএফসি, যারা ২০১৯ সালে ওমর আল-বশিরের পতনের পর সামরিক বাহিনীর সাথে ক্ষমতা ভাগাভাগির একটি চুক্তি করেছিল, তাদের একটি অংশ হামদুককে ক্ষমতায় ফিরিয়ে আনার এই নতুন চুক্তি প্রত্যাখ্যান করে। রাজধানী খার্তুম সহ সুদানের অন্যান্য শহরে এখনো বিক্ষোভ চলছে বলে খবর পাওয়া গেছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা