মরক্কোর মিস ইউনিভার্স তার খেতাব ত্যাগ করলেন কেন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ নভেম্বর ২০২১, ১৯:১৯
মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য মরক্কো যে প্রক্রিয়া গ্রহণ করেছিল তা বিতর্কের মধ্যে পড়েছে। কারণ, এ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মরক্কো যে নারীকে নির্বাচিত করেছিল তিনি তার নিজের খেতাব ত্যাগ করেছেন। তিনি কেন মরক্কোর মিস ইউনিভার্স খেতাব ত্যাগ করলেন তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
চার দশক পর মরক্কো এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। কিন্তু, মরক্কোর মিস ইউনিভার্স ফাতেমা জাহরা খায়াত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে তিনি তার খেতাব বা মুকুট ত্যাগ করেছেন। তিনি এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, তিনি তার পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। এ কারণে তিনি মরক্কোর হয়ে ইসরাইলে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। তাই তিনি তার খেতাব বা মুকুট ত্যাগ করেছেন।
মরক্কোর মিস ইউনিভার্স খেতাব জয়ী ফাতেমা জাহরা খায়াত তার ইনস্টাগ্রামে দেয়া এক মন্তব্যে বলেন, দুর্ভাগ্যবশত পায়ের গোড়ালিতে মারাত্মক আঘাত পাওয়ার কারণে আমি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে পারছি না।
এদিকে ফাতেমা জাহরা খায়াত কেন মিস ইউনিভার্স নামের এ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন না তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকে মনে করছেন, তিনি ইসরাইলে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ না নিয়ে আলোচনায় থাকতে চান। ২০২১ সালের ১২ ডিসেম্বর তারিখে এ মিস ইউনিভার্স প্রতিযোগিতা ইসরাইলে অনুষ্ঠিত হওয়ার কথা।
মরক্কোতে মিস ইউনিভার্সে অংশ নেয়ার জন্য প্রতিযোগিতার আয়োজন করেছেন রেড ওয়ান খ্যাত নাদির খায়াত। অনেকের ধারণা এ নাদির খায়াতের প্রভাবেই ফাতেমা জাহরা খায়াত ওই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। এছাড়া ফাতেমা জাহরা খায়াতের (২২) দাদি আলজেরিয়ান হওয়ায় এ সুন্দরী নারীর ব্যাপক সমালোচনা করা হচ্ছে। কারণ, বর্তমানে আলজেরিয়া ও মরক্কোর মধ্যকার সম্পর্ক খুব খারাপ।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা