২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাইজারের পশ্চিমাঞ্চলে ২৫ বেসামরিক নাগরিক নিহত

নাইজারের পশ্চিমাঞ্চলে ২৫ বেসামরিক নাগরিক নিহত - ছবি : সংগৃহীত

মালি সীমান্তবর্তী নাইজারের সঙ্ঘাতপূর্ণ মরুভূমি অঞ্চলে সন্দেহভাজন ব্যক্তিদের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে এএফপি।

জাতিসঙ্ঘ মানবাধিকার উন্নয়ন সূচকের মাপকাঠি অনুযায়ী বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ নাইজার তাদের মালি ও বুরকিনা ফাসো সীমান্ত ঘেঁষা পশ্চিমাঞ্চল এবং নাইজেরিয়া সীমান্তবর্তী দক্ষিণপূর্বাঞ্চলে উগ্রবাদী তৎপরতা মোকাবেলা করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মালি সীমান্তবর্তী বিস্তৃত তাহৌয়া মরুভূমি অঞ্চলে বাকোরাত শহরে মঙ্গলবারের ওই হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় আরো কয়েকজন আহত হন। এ সময় সেখানে দু’টি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়।

মন্ত্রণালয় আরো জানায়, একই অঞ্চলে পৃথক হামলায় ‘অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা’ টাউন হল ও একটি স্বাস্থ্য কেন্দ্র ভাংচুর করে এবং দু’টি মানি ট্রান্সফার শপ লুটপাট করে।

তারা জানায়, সেখানে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীদের পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement