সুদানে বিক্ষোভ : খার্তুমে আলজাজিরার ব্যুরো প্রধান গ্রেফতার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ নভেম্বর ২০২১, ২০:০১
সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে সুদানে। বিক্ষোভের মধ্যেই কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সুদান ব্যুরো প্রধানকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।
শনিবার দিবাগত রাতে রাজধানী খার্তুমে আলজাজিরা ব্যুরো প্রধান আল মুসলামি আল কাব্বাশির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, তা জানানো হয়নি।
আল কাব্বাশির গ্রেফতারির প্রতিবাদে রোববার আলজাজিরা এক বিবৃতিতে জানায়, ‘আলজাজিরা সামরিক বাহিনীর হীন পদক্ষেপের কঠোর নিন্দা জানাচ্ছে এবং আল কাব্বাশিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান করছে। সাথে সাথে প্রতিষ্ঠানটির সকল সাংবাদিককে কোনো প্রকার ভীতি বা হুমকি ছাড়াই অবাধ ও স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালনের অনুমতির দাবি জানাচ্ছে।’
এতে আরো বলা হয়, ‘সংস্থাটি সুদানের সামরিক কর্তৃপক্ষকে তার সকল কর্মীর নিরাপত্তার জন্য দায়বদ্ধ হিসেবে বিবেচনা করছে।’
বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বে যখন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর হুমকি বাড়ছে, তখন এই ঘটনাকে সম্পূর্ণভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বিবেচনা করছে আলজাজিরা এবং আন্তর্জাতিক মানবাধিকার ও সংবাদ সংস্থাগুলোর কাছে সাংবাদিকদের নিরাপত্তায় এর নিন্দার আহ্বান জানাচ্ছে।’
এদিকে সুদানে সামরিক শাসনের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
শনিবারের বিক্ষোভে খার্তুম ও খার্তুমের বিপরীতে নীলনদের অপর তীরের শহর উম্মু দুরমানে নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ছয়জন নিহত ও বিপুল সংখ্যক লোক আহত হয়।
সুদানের চিকিৎসকদের স্বাধীন সংগঠন সুদান ডক্টরস কমিটি জানায়, নিরাপত্তা বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়ে পাঁচজন ও টিয়ার গ্যাসে ‘শ্বাসরুদ্ধ হয়ে’ অপর একজন নিহত হয়।
ডক্টরস কমিটির তথ্য অনুসারে, সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় এই পর্যন্ত সুদানে ২১ জন নিহত হয়েছেন।
শনিবার সুদানের বিভিন্ন শহরে সামরিক শাসনের বিরুদ্ধে হাজার হাজার লোকের অংশগ্রহণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পেশাজীবি সংস্থা সুদানিজ প্রফেসনালস অ্যাসোসিয়েশন ও সামরিক শাসনবিরোধী রেজিসট্যান্স কমিটির ডাকে এই বিক্ষোভে সামরিক শাসনের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।
খার্তুম থেকে আলজাজিরার প্রতিনিধি রাসুল সরদার জানান, সামরিক ও নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি সত্ত্বেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমে তাদের বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিকে সুদানের পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করলে মোট ৩৯ পুলিশ সদস্য আহত হন।
সুদানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের অংশীদারমূলক অন্তর্বর্তীকালীন সরকার সভরেইন কাউন্সিলের উভয়পক্ষের মতবিরোধের জেরে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকসহ বিপুল বেসামরিক নেতৃত্বকে ২৫ অক্টোবর সামরিক বাহিনী গ্রেফতার করে এবং সামরিক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখল করেন।
সামরিক বাহিনীর এই পদক্ষেপকে 'অভ্যুত্থান' হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিবাদে সুদানজুড়ে বিক্ষোভ শুরু হয়।
তবে জেনারেল বুরহান তার এই পদক্ষেপকে অভ্যুত্থানের বদলে 'গণতান্ত্রিক উত্তরণকে শোধরানোর' পদক্ষেপ হিসেবে উল্লেখ করছেন।
সামরিক অভ্যুত্থানের জেরে বিশ্বজুড়ে সুদানে সামরিক বাহিনীর নিন্দা জানানো হয়। যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক দেশটিতে প্রদত্ত সহায়তা স্থগিত করে। এছাড়া আফ্রিকান ইউনিয়ন সুদানের সংস্থাটিতে সদস্য পদ স্থগিত করে।
এদিকে বৃহস্পতিবার সুদানের অন্তর্বর্তীকালীন শাসন পরিচালনায় নিজের নেতৃত্বে নতুন সভরেইন কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছেন জেনারেল বুরহান। নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে এই কাউন্সিল শাসন পরিচালনা করবে।
এর আগে সেপ্টেম্বরে সুদানে এক সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করা হয়। ২০১৯ সালে সুদানের সাধারণ জনতার বিক্ষোভের জের ধরে সামরিক বাহিনী দেশটির দীর্ঘকালীন শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে।
তখন থেকে সামরিক ও বেসামরিক যৌথ নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সভরেইন কাউন্সিল সুদানের শাসন পরিচালনা করে আসছিলো। ২০২৩ সালে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা