অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করল সুদানি সেনারা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ নভেম্বর ২০২১, ২২:১৭
সুদানি সেনাবাহিনীর সদস্যরা এক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির চিকিৎসকদের একটি সংগঠন। গণতন্ত্রপন্থী এ বিক্ষোভকারীদের দমন করার সময় এ ঘটনা ঘটে। এ সময় অনেক বিক্ষোভকারী আহত হন। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
শনিবার সুদানি চিকিৎসকদের স্বাধীন সংগঠন ‘দ্যা সেন্টারাল কমিটি ফর সুদানিজ ডক্টর’ এক বিবৃতিতে বলেছে, সামরিক অভ্যুত্থান সংঘটনকারী সুদানি সামরিক কাউন্সিলের সেনারা গুলি করে এক বিক্ষোভকারীকে হত্যা করেছে। সুদানের ওমদুরমান শহরে এ ঘটনা ঘটে। সুদানি সেনারা সরাসরি গুলি চালানোয় এ ঘটনায় আরো অনেক বিক্ষোভকারী আহত হয়েছেন।
এ ঘটনার আগে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুদানের রাজধানী খার্তুম ও ওমদুরমান শহরে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে দেশটির সেনাবাহিনীর সদস্যরা। সমগ্র সুদানজুড়ে সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলেও ওয়াদ মাদানী শহর ও দক্ষিণ খার্তুম এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী সমবেত হয়।
সুদানের রাজধানী খার্তুম থেকে আল-জাজিরার প্রতিনিধি রেসুল সেরদার তার প্রতিবেদনে বলেন, যখন বিক্ষোভ চলছিল তখন আরো অনেক আন্দোলনকারী তাতে যোগ দেয়। ক্রমে বিপুল সংখ্যক বিক্ষোভকারী সমবেত হয় এবং তারা শ্লোগান দিতে থাকে যে আমরা সামরিক শাসন চাই না।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা