২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুদান শাসনে নতুন সার্বভৌম পরিষদের ঘোষণা দিল সেনাবাহিনী

সুদানি সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান - ছবি : সংগৃহীত

সুদানি সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশ শাসনে নতুন সার্বভৌম পরিষদের ঘোষণা দিয়েছেন। অপরদিকে সুদানে আন্দোলনকারী গণতন্ত্রপন্থী নেতারা দেশটিতে বেসামরিক সরকার চাচ্ছেন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

গত মাসে সামরিক অভুত্থানের নেতৃত্ব দেয়া সুদানি সেনাবাহিনী প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশ শাসনে নতুন সার্বভৌম পরিষদকে নিয়োগ দিয়েছেন। সুদানের সরকারি টেলিভিশনের প্রতিবেদন অনুসারে, আবদেল ফাত্তাহ আল-বুরহান ওই সার্বভৌম পরিষদের প্রধান হিসেবে থাকছেন। অপরদিকে তার প্রধান সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন মোহাম্মদ হামদান দাগালোকে। মোহাম্মদ হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সে’র প্রধান। তাকে সাধারণ মানুষ হেমেটি নামে ডাকে।

এদিকে সুদানের অভুত্থানবিরোধী গণতন্ত্রপন্থীরা দেশটির রাজধানী খার্তুমের পূর্বাঞ্চলে অবস্থান করছেন। তারা আবদেল ফাত্তাহ আল-বুরহানের এমন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেছেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, শহরের অন্যান্য অংশেও একই ধরনের প্রতিবাদের দৃশ্য লক্ষ্য করা গেছে। এসব প্রতিবাদের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়েছে। 

আফ্রিকার সুদানে আন্দোলনকারী এসব গণতন্ত্রপন্থীরা দেশটিতে বেসামরিক সরকার চাচ্ছেন।

সুদানের ক্ষমতাচ্যুত তথ্যমন্ত্রী হামজা বলউল বলেন, আবদেল ফাত্তাহ আল-বুরহানের এমন ঘোষণা মূলত সামরিক অভ্যুত্থানের প্রভাবকে সম্প্রসারণ করার জন্য করা হয়েছে। তার বিশ্বাস সুদানের জনগণ এ ধরনের অপচেষ্টাকে রুখে দিবে।

অপরদিকে সুদানে গণতন্ত্রের জন্য আন্দোলনকারী প্রধান সংগঠন সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন (এসপিএ) বলেছে, আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তার পরিষদের ক্ষমতা শুধু তাদের মধ্যেই সীমাব্দ্ধ। তাদের কোনো আইনি ভিত্তি নেই। তারা শুধু ঘৃণা ও প্রতিরোধই পাবে।

সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement