শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকার শেষ প্রেসিডেন্টের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ নভেম্বর ২০২১, ১৯:০০, আপডেট: ১১ নভেম্বর ২০২১, ১৯:১০
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রেডরিক উইলিয়াম ডি ক্লার্ক মারা গেছেন। বৃহস্পতিবার এফ ডব্লিউ ডি ক্লার্ক ফাউন্ডেশন এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, 'এফ ডব্লিউ ক্লার্ক ফ্রিজনায়ের নিজ বাড়িতে মেজোথেলিওমা ক্যান্সারের সাথে দীর্ঘদিন সংগ্রামের পর আজ সকালে মৃত্যুবরণ করেন।'
তার বয়স হয়েছিল ৮৫ বছর।
দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ বর্ণবাদী শাসনের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার সময়েই দক্ষিণ আফ্রিকার দীর্ঘকালীন বর্ণবাদী শাসনের অবসান হয় এবং পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নেলসন ম্যান্ডেলা দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা ও তিনি দক্ষিণ আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
এই বছরের ১৮ মার্চ নিজের ৮৫তম জন্মবার্ষিকীতে ক্যান্সারের বিষয়ে তার চিকিৎসা নেয়ার কথা জানিয়েছিলেন এফ ডব্লিউ ডি ক্লার্ক।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা