লিবিয়ার তারহুনায় পাওয়া গেল আরো তিনটি গণকবর
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ নভেম্বর ২০২১, ২৩:৩৫
লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণে অবস্থিত তারহুনা শহরে তিনটি গণকবর পাওয়া গেছে। সম্প্রতি লিবিয়ার এ শহরটিকে দেশটির যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারের মিলিশিয়া বাহিনীর কাছ থেকে মুক্ত করা হয়েছে। রোববার লিবিয়ান কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও চিহ্নিত করার বিষয়ে কাজ করা লিবিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একটি দল তিনটি গণকবরের অবস্থান শনাক্ত করতে পেরেছে। এ গণকবরগুলো তারহুনা শহরের আবদালী হাইওয়ের কাছে অবস্থিত।
লিবিয়ান কর্তৃপক্ষ আরো বলেছে, সোমবার তারা গণকবরের লাশগুলো মাটি খুঁড়ে বের করা শুরু করেছে। এছাড়া আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
গত বছরের জুন মাস থেকে লিবিয়ান কর্তৃপক্ষ তারহুনা শহরে ৮৩ টি গণকবর পেয়েছেন। এসব গণকবর থেকে ২০০ লাশ মাটি খুঁড়ে বের করা হয়েছে।
এ তারহুনা শহরটি ছিল লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার শক্ত ঘাঁটি। গত বছর এ যুদ্ধবাজ নেতার যোদ্ধাদের ত্রিপোলি থেকে তাড়িয়ে দিয়েছিল লিবিয়ার সরকার।
এ বিষয়ে লিবিয়ার সরকারী সূত্রগুলো বলেছে, ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারের সেনাবাহিনী ও তাদের সাথে সংশ্লিষ্ট মিলিশিয়ারা বিভিন্ন যুদ্ধাপরাধ ও গণহত্যার মতো কর্মকাণ্ড চালিয়েছে।
২০১১ সালে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে গেছে।
এরপর এ বছরের ৫ ফেব্রুয়ারি তারিখে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলো লিবিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজি হয়। লিবিয়ার এ অন্তর্বর্তীকালীন জোট সরকার ডিসেম্বরের নির্বাচন পর্যন্ত দেশটিকে নেতৃত্ব দিবে। বর্তমানে এ জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন আব্দুল হামিদ দেবিবেহ।
সূত্র : ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা