সুদানে সেনাবাহিনীর সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নাকচ, ধর্মঘটের ডাক
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ নভেম্বর ২০২১, ১৮:২৬
সেনাবাহিনীর সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নাকচ করে সমগ্র সুদানজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বিক্ষোভকারীরা। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
গত মাসে সুদানে সেনা অভ্যুত্থানের পর আন্তর্জাতিকভাবে দেশটির সেনাবাহিনীর সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেয়া হয় দেশটির বিক্ষোভকারীদের। কিন্তু, সুদানি বিক্ষোভকারীরা এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন।
২০১৯ সালে দীর্ঘ দিনের শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা সুদানের বিভিন্ন পেশাজীবীদের সংগঠন সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন (এসপিএ) বলেছে, (আন্তর্জাতিকভাবে) সেনাবাহিনী ও বেসামরিক নেতাদের মধ্যে যে মধ্যস্থতার উদ্যোগ নেয়া হয়েছে তা লোক দেখানো এবং এর মাধ্যমে সুদানের বর্তমান পরিস্থিতি আরো খারাপ হবে।
এ সুদানি পেশাজীবী সংগঠনটি রোববার ও সোমবারে দেশজুড়ে ধর্মঘট ও আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে। তারা স্লোগান দিচ্ছে যে সামরিক সরকারের সাথে কোনো আলোচনা নয়, কোনো সমঝোতা নয় এবং কোনো ক্ষমতা ভাগাভাগি নয়।
সংগঠনটি বলছে, তারা তাদের আন্দোলন তত দিন অব্যাহত রাখবে যত দিন না একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হয়। এ অন্তর্বর্তীকালীন সরকারই সুদানকে পূর্ণ গনতান্ত্রিক শাসনের আওতায় নিয়ে আসবে।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা