শিগগির সুদানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ হবে : বুরহান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ অক্টোবর ২০২১, ২১:৩৬
সুদানের সামরিক জান্তার প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান বলেছেন, শিগগিরই সুদানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুটনিকে প্রকাশিত এক সাক্ষাতকারে এই তথ্য জানান তিনি।
জেনারেল বুরহান বলেন, নতুন প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করবেন, তা দেশের নেতৃত্বের ক্ষেত্রে সামরিক বাহিনীর সাথে অংশীদার হবে।
তিনি বলেন, 'আমাদের দেশপ্রেমের দায়িত্ব থেকেই নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে জনগণকে নেতৃত্ব ও সহায়তা করতে হবে।'
এর আগে সুদানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের অংশীদারমূলক অন্তর্বর্তীকালী সরকার সভরেইন কাউন্সিলের উভয়পক্ষের মতবিরোধের জেরে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুকসহ বিপুল বেসামরিক নেতৃত্বকে সোমবার সামরিক বাহিনী গ্রেফতার করে এবং সামরিক প্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-বুরহান ক্ষমতা দখল করেন।
সামরিক বাহিনীর এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে সুদানজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে সামরিক ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে সোমবার নয়জন নিহত ও ১৭০ জন আহত হয়।
অপরদিকে বিশ্বজুড়ে সুদানে সামরিক বাহিনীর নিন্দা জানানো হয়। যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংক দেশটিতে প্রদত্ত সহায়তা স্থগিত করে। এছাড়া আফ্রিকান ইউনিয়ন সুদানের সংস্থাটিতে সদস্য পদ স্থগিত করে।
এর আগে গত মাসে সুদানে এক সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করা হয়। ২০১৯ সালে সুদানের সাধারণ জনতার বিক্ষোভের জের ধরে সামরিক বাহিনী দেশটির দীর্ঘকালীন শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে।
তখন থেকে সামরিক ও বেসামরিক যৌথ নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সভরেইন কাউন্সিল সুদানের শাসন পরিচালনা করে আসছিলো। ২০২৩ সালে দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
সূত্র : আশশারক আল-আওসাত
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা