নির্বাচন অনুষ্ঠানে ইসরাইলি কোম্পানির দ্বারস্থ হলেন হাফতার ও গাদ্দাফি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ অক্টোবর ২০২১, ১৭:২৮, আপডেট: ২৭ অক্টোবর ২০২১, ১৮:০১
যুদ্ধ বিধ্বস্ত লিবিয়াতে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি ইসরাইলি কোম্পানির দ্বারস্থ হয়েছেন খলিফা হাফতার ও সাইফ আল-ইসলাম গাদ্দাফি। সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন করা এ ইসরাইলি কোম্পানিকে তারা ভাড়া করছেন তাদের নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ইসরাইলি গণমাধ্যমগুলো।
ইসরাইলের হায়োম পত্রিকা বলেছে, যুদ্ধবাজ নেতা খলিফা হাফতার ও সাইফ আল-ইসলাম গাদ্দাফি (লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে) তাদের এজেন্টদের মাধ্যমে একটি ইসরাইলি কোম্পানির কাছে পরামর্শ চেয়েছেন। তারা ওই ইসরাইলি কনসালটেন্সি কোম্পানির পরামর্শ পেতে চুক্তিও করেছেন।
এক শীর্ষ আমিরাতি কর্মকর্তার বরাত দিয়ে ওই পত্রিকাটি বলেছে, যুদ্ধবাজ নেতা খলিফা হাফতারের ছেলে ওই ইসরাইলি কনসালটেন্সি কোম্পানির পরামর্শ পেতে চুক্তি করেছেন। এ ইসরাইলি কনসালটেন্সি কোম্পানি তাদের দেশ ও বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনী প্রচারণায় সহায়তা করে। পরে দুবাইয়ে বাস করা এক নারী মডেলের মাধ্যমে সাইফ আল-ইসলাম গাদ্দাফিও ওই ইসরাইলি কনসালটেন্সি কোম্পানিকে অনুরোধ করেন।
ইসরাইলের হায়োম পত্রিকা বলেছে, দু’চুক্তিতেই শত শত কোটি ডলার খরচ করেছেন ওই দু’লিবিয়ান নেতা।
এ বিষয়ে যুদ্ধবাজ নেতা খলিফা হাফতার ও সাইফ আল-ইসলাম গাদ্দাফি কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, লিবিয়ার পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন হবে এ বছরের ডিসেম্বর মাসে।
সূত্র : ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা