২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফ্রান্সের হস্তক্ষেপের প্রতিবাদে আলজেরিয়ার দূত প্রত্যাহার

ফ্রান্সে আলজেরিয়ার দূতাবাস - ছবি : সংগৃহীত

আলজেরিয়ায় ফ্রান্সের 'অগ্রহনযোগ্য হস্তক্ষেপের' প্রতিবাদে প্যারিস থেকে নিজেদের দূত প্রত্যাহার করে এনেছে ফ্রান্স। শনিবার আলজেরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আলজেরিয়ার বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের 'অযাচিত মন্তব্যের' সমালোচনাও করা হয়।

এতে বলা হয়, 'ম্যাকরনের নামে বিভিন্ন ফরাসি সূত্র যে মন্তব্য প্রকাশ করেছে, যা অস্বীকার করা হয়নি, আলজেরিয়া তাদের অভ্যন্তরীণ বিষয়ে এই অগ্রহণযোগ্য হস্তক্ষেপ পুরোপুরি প্রত্যাখ্যান করছে।'

এতে আরো বলা হয়, ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্যের মাধ্যমে সেই আলজেরীয়দের 'অসহ্য অপমান' করা হয়েছে যারা ফ্রান্সের ঔপনিবেশকতার বিরুদ্ধে লড়াই করে নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'ঔপনিবেশিক ফ্রান্স আলজেরিয়ায় যে অপরাধ করেছে তা অগণিত এবং সঠিকভাবে বলে এটি গণহত্যা।'

এর আগে গত বৃহস্পতিবার ফ্রান্সের দৈনিক লা মন্ডে এক প্রতিবেদনে জানায়, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের পক্ষে যুদ্ধ করা আলজেরীয় নাগরিকদের বংশধরদের সাথে এক বৈঠকে আলজেরিয়া সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

ম্যাকরন বলেন, আলজেরিয়া এক 'রাজনৈতিক-সামরিক ব্যবপস্থাপনায়' শাসিত হচ্ছে এবং দেশটির আনুষ্ঠানিক ইতিহাস 'সত্যের ভিত্তিতে নয় বরং ফ্রান্সের প্রতি ঘৃণার মনোভাব থেকে' সম্পূর্ণভাবে পুনর্লিখিত হয়েছে।

শনিবার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্তের মাধ্যমে দ্বিতীয়বারের মতো এই ধরনের সিদ্ধান্ত নিলো আলজেরিয়া।

এর আগে গত বছরের মে মাসে ফরাসি টিভিতে আলজেরিয়ায় ২০১৯ সালে সংগঠিত 'হিরাক আন্দোলনের' ওপর প্রদর্শিত এক প্রামান্যচিত্রের বিতর্কের জেরে প্যারিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে আলজিয়ার্স।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে পারে ইসরাইল অটোরিকশা চলবে : হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

সকল