পার্লামেন্টের দু’এমপিকে জেলে পুরল তিউনেসিয়ার সামরিক আদালত
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৬, আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪০
তিউনেসিয়ার সামরিক আদালতের এক জজ দেশটির পার্লামেন্টের দু’এমপিকে জেলে পুরেছে। তিউনেসিয়ার একজন আইনজীবী ও দেশটির বিচারবিভাগ এ সকল তথ্য দিয়েছে। জুলাই মাসে তিউনেসিয়ার প্রেসিডেন্টের প্রশাসনিক ক্ষমতা দখল করার পর দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে। এমন পরিস্থিতির মধ্যেই দু’এমপিকে জেলে পাঠানোর ঘটনা সামনে এসেছে। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে কাতারের গণমাধ্যম আল-জাজিরা।
মঙ্গলবার তিউনেসিয়ার পার্লামেন্টের দু’এমপি নিদাল সৌদি এবং সাইফ এদ্দিন মাখলুফকে জেলে পাঠানোর হুকুম দিয়েছে দেশটির এক সামরিক আদালত। ওই দু’এমপি কারমা পার্টির নেতা। ওই দু’রাজনীতিবিদ পার্লামেন্টে তিউনেসিয়ার প্রেসিডেন্টে কাইস সাইদের চরম সমালোচনা করতেন। এদিকে তিউনেসিয়ার প্রেসিডেন্টের প্রশাসনিক ক্ষমতা দখল করার পর এখন পর্যন্ত পাঁচ পার্লামেন্ট সদস্যকে জেলে পাঠানো হয়েছে।
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা