গিনিতে সামরিক অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কে?
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৯
এক সামরিক অভ্যুত্থানে গত রোববার আফ্রিকার দেশ গিনির প্রেসিডেন্ট আলফা কোন্ডের পতন হয়েছে। এর মাধ্যমে দেশটি যে অস্থিতিশীল ও অভ্যুত্থানপ্রবণ তা আবারো প্রমাণিত হয়েছে।
প্রশ্ন উঠেছে কে এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড? কেইবা নতুন শাসনভার হাতে নিয়েছে?
তিনি হলেন গিনি সেনাবাহিনীর কর্নেল মামাদি দুম্বিয়া। তিনি ফরাসি নাগরিক, ফরাসি নারী বিয়ে করেছেন। প্যারিসে প্রতিরক্ষা বিষয়ে মাস্টার্স করেছেন। ইতিপূর্বে ফরাসি সেনাবাহিনীর প্রসিদ্ধ শাখা 'ফরাসি বিদেশী রেজিমেন্ট-এ কর্মরত ছিলেন। ফ্রান্সের আফগানিস্তান, জিবুতি, আইভরি কোস্ট, সেন্ট্রাল আফ্রিকায় লড়াই করেছেন।
ইসরাইলের রাষ্ট্রীয় সামরিক একাডেমিতে প্রশিক্ষণ লাভ করেছেন তিনি। ২০১৮ সালে প্রেসিডেন্ট আলফা কোন্ডে স্পেশাল ফোর্স গঠনের ঘোষণা দেন। এ উদ্দেশ্যে দুম্বিয়াকে এটি গঠন ও কমান্ডের দায়িত্ব দেন।
দুম্বিয়া এই সুযোগের সদ্ব্যবহার করেছেন। বিশেষভাবে প্রশিক্ষিত ও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এ বাহিনীর মাধ্যমে প্রেসিডেন্ট কোন্ডের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটান।
অনুবাদ : জাহিদ জাওয়াদ; টিআরটি অ্যারাবিক থেকে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা