২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিউনিসিয়ার সঙ্কট নিরসনে সংলাপের আহ্বান আন নাহদার

তিউনিসিয়ার সঙ্কট নিরসনে সংলাপের আহ্বান আন নাহদার - ছবি : আল জাজিরা

তিউনিসিয়ার বৃহত্তম রাজনৈতিক দল আন নাহদা চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে দলটি বিক্ষোভ 'অভ্যুত্থানের' বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের অবস্থান থেকে সরে এলো বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ইসলামপন্থী আন নাহদা আবারো জানায় যে তারা পার্লামেন্ট স্থগিত ও প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার প্রেসিডেন্ট সাইয়েদের সিদ্ধান্তকে 'অসাংবিধানিক' মনে করে। তবে তারা এখন অনেক বেশি সমন্বয়মূলক পদক্ষেপ গ্রহণ করে গৃহীত পদক্ষেপগুলো পুনর্বিবেচনা করতে কায়েস সাইয়েদের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্ট পার্লামেন্ট স্থগিত করা, প্রধানমন্ত্রী হিশাম মেশিশিকে বরখাস্ত করা ও এক মাসের জন্য জরুরি অবস্থা জারি করায় আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়ায় বর্তমানে ভয়াবহ রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। কোভিড সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়া ও অর্থনৈতিক দুরাবস্থার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ওই সিদ্ধান্ত গ্রহণ করেন।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী মেশিশি জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টের নিযুক্ত যেকোনা ব্যক্তির হাতে দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত।

এবার প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার

এদিকে দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ স্থগিত করার পর প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম বারতাজিকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ। এছাড়া তিনি দেশের ভারপ্রাপ্ত আইনমন্ত্রী হাসান বিন স্লিমানেকে বরখাস্ত করেছেন। সোমবার সন্ধ্যায় তিনি এই দুই মন্ত্রীকে বরখাস্ত করেন।

এর এক দিন আগে প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করেন এবং এক মাসের জন্য জাতীয় সংসদ স্থগিত করেন। পাশাপাশি দেশে তিনি এক মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করেন।

সূত্র : আল জাজিরা ও পার্স টুডে


আরো সংবাদ



premium cement
গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বিএনপি’ ছাত্র সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ কোনো পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টা সিলেটে ব্যবসায়ী হত্যায় বাবাসহ ২ ছেলের মৃত্যুদণ্ড ভারতে মসজিদ ভাঙাকে কেন্দ্র করে নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

সকল