সাবেক অর্থমন্ত্রীকে আলজেরিয়ার প্রধানমন্ত্রী নিয়োগ
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুলাই ২০২১, ১৪:৩৫
আলজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী আইমান বিন আবদুর রহমানকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দিয়ে তাকে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল মজিদ তাবুন। বুধবার আলজেরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই মনোনয়নের ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, 'আইমান বিন আবদুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এবং তিনি যত শিগগির সম্ভব সংবিধান অনুসারে রাজনৈতিক দল ও সুধী সমাজকে সাথে নিয়ে সরকার গঠন করবেন।'
এর আগে ২০১৯ সালে আলজেরিয়ায় গণবিক্ষোভের মুখে দেশটির দীর্ঘকালীন প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার পদত্যাগের পর এই বছরের ১২ জুন দেশটিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনে কোনো পক্ষই নির্ধারিত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
আলজেরিয়ায় সরকার গঠনের জন্য ৪০৭ আসনের পার্লামেন্টে ২০৪ আসনের প্রয়োজন হয়।
নির্বাচনে আলজেরিয়ার বৃহত্তম জাতীয়তাবাদী রাজনৈতিক দল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএলএন) মোট ১০৫ আসন লাভ করে। অপরদিকে ইসলামপন্থী মুভমেন্ট অব সোসাইটি ফর পিস (এমএসপি) পেয়েছে ৬৪ আসন। নির্বাচনে মোট ৭৮ স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।
আইমান বিন আবদুর রহমান গত বছর আবদুল আজিজ জেরাদের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১২ জুন নির্বাচনের পর ওই মন্ত্রিসভা পদত্যাগ করে।
সূত্র : আলজাজিরা ও মিডল ইস্ট আই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা