২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকায় কঠোর লকডাউন

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকায় কঠোর লকডাউন -

দক্ষিণ আফ্রিকায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে দু’সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা রোববার নতুন করে বিধি-নিষেধ আরোপের এ ঘোষণা দেন।

জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে তিনি বলেন, তার দেশ আবারো করোনার তীব্র সংক্রমণের মুখে রয়েছে।

ইতোমধ্যে করোনায় পর্যুদস্ত দেশকে সতর্কতার চতুর্থ মাত্রায় রাখার ঘোষণা দিয়ে তিনি আরো বলেন, আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোর সামর্থ্যেরও সীমা রয়েছে। আইসিও বেডের সঙ্কট রয়েছে।

নতুন বিধি-নিষেধে সকল ধরনের সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্তেষ্ট্যিক্রিয়ায় ৫০ জনের বেশি শরীক হতে পারবে না। রাত্রীকালীন কারফিউ এক ঘণ্টা বাড়িয়ে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে। শুক্রবার পর্যন্ত সকল স্কুল বন্ধ রাখারও ঘোষণা দেয়া হয়েছে।

ভারতে প্রথম দেখা দেয়া করোনার তীব্র সংক্রামক ধরণ ডেল্টা। দক্ষিণ আফ্রিকায় এ ধরনের করোনার কারণে তৃতীয় ঢেউ তীব্র রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটিতে রোববার নতুন করে ১৫ হাজার ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৮ হাজার ৮৯৭ জনে। করোনা সংক্রমণে মোট মারা গেছেন ৫৯ হাজার ৯০০ জন।

এদিকে দেশটির টিকা দেয়ার গতি খুব ধীর বলে জানা গেছে। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মাত্র ২৭ লাখ লোককে টিকা দেয়া সম্ভব হয়েছে।

বিশ্বজুড়েই ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য কর্মকর্তারা সতর্কতাবস্থায় রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার বলেছে, বিশ্বের অন্তত ৮৫টি দেশে ডেল্টা ধরন ছড়িয়ে পড়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫ মধ্যাহ্নভোজের আগে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিলো বাংলাদেশ

সকল