নাইজেরিয়ায় ১২ বছরের সহিংসতায় ৩ লাখ শিশু নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জুন ২০২১, ১২:৩৫
উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ১২ বছরের সহিংসতায় তিন লাখের বেশি শিশু নিহত হয়েছে। দেশটির এক যুগের অভ্যন্তরীণ সহিংসতায় তিন লাখ শিশুসহ সাড়ে তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। সংস্থাটি বলছে, সহিংসতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব শিশু নিহত হয়েছে তাদের বেশির ভাগের বয়স পাঁচ বছরের নিচে।
নাইজেরিয়ায় সহিংসতা ও এর প্রভাব নিয়ে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) করা জরিপের প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতায় যে প্রাণহানি ঘটেছে তা ধারণার চেয়েও ১০ গুণ বেশি। ২০০৯ সালে নাইজেরিয়ার সশস্ত্র উগ্রবাদী বোকোহারামের সহিংসতায় নিহত সাড়ে তিন লাখের মধ্যে তিন লাখ ২৪ হাজারই শিশু। প্রতিদিন গড়ে সেখানে ১৭০ জন করে মানুষ প্রাণ হারাচ্ছে। সহিংসতায় প্রায় তিন লাখ ১৪ হাজার মানুষ নিহত হয়েছেন পরোক্ষ কারণে।
সহিংসতার কারণে দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে কৃষি উৎপাদন ও বাণিজ্য কমেছে। খাবার সঙ্কট দেখা দিয়েছে। ঝুঁকিতে পড়েছেন তারা যারা কৃষির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে।
বোকোহারাম ২০১৬ সালে দুই ভাগে ভাগ হয়ে যায়। এদের এক ভাগ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্তর আইএসআইএলের সাথে জোট বাঁধে। ওই গোষ্ঠীই এখন বেশি ভয়ঙ্কর। সামরিক অভিযান চলমান থাকলেও তারা প্রতিবেশী ক্যামেরুন, চাঁদ ও নাইজারে হামলা ও সহিংসতা অব্যাহত রেখেছে রেখেছে বলে জাতিসঙ্ঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা