২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বুতেফ্লিকা পরবর্তী আলজেরিয়ায় চলছে প্রথম পার্লামেন্ট নির্বাচন

আলজেরিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন এক ভোটার - ছবি : এএফপি

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার পরবর্তী প্রথম পার্লামেন্ট নির্বাচন চলছে দেশটিতে। শনিবার দেশটির দুই কোটি ৪০ লাখ ভোটার পার্লামেন্টের চার শ ' সাত সদস্য বাছাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে তাদের ভোট দিচ্ছেন।

আলজেরিয়ায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট নেয়া শুরু হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

দেশটিতে নির্বাচনে মোট ২২ হাজার পাঁচ শ' ৫৪ জন প্রার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের অধীনে ১০ হাজার চার শ' ৬৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

গত ১১ মার্চ আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তাবুন দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। দেশটিতে তার চলমান রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

২০১৯ সালের এপ্রিলে আলজেরিয়ার দীর্ঘ ২০ বছর ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার বিরুদ্ধে গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে ওই বছরের ডিসেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর আবদুল মজিদ তাবুন দায়িত্ব গ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী আলজেরিয়ায় প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
বুটেক্স শিক্ষার্থীদের ওপর পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা না’গঞ্জের পপি হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর ও জেলা কমিটি গঠিত চট্টগ্রামে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে শতাধিক মার্কেট যোগ্যতা থাকা সত্ত্বেও বৈষম্যের শিকার পল্লবী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মাহবুব কুবির সাথে ইবনে সিনা ট্রাস্টের চুক্তি, ২৫ শাখায় মিলবে সেবা এলাকাবাসীকে চাঁদাবাজি থেকে বিরত থাকতে কায়কোবাদের খোলা চিঠি ধলেশ্বরী নদীর মোল্লারহাট ফেরিঘাট অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে মোহন মিয়ার মৃত্যুবার্ষিকী আজ ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সকল