বুতেফ্লিকা পরবর্তী আলজেরিয়ায় চলছে প্রথম পার্লামেন্ট নির্বাচন
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জুন ২০২১, ১৮:৫৯, আপডেট: ১২ জুন ২০২১, ১৯:০১
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার পরবর্তী প্রথম পার্লামেন্ট নির্বাচন চলছে দেশটিতে। শনিবার দেশটির দুই কোটি ৪০ লাখ ভোটার পার্লামেন্টের চার শ ' সাত সদস্য বাছাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে তাদের ভোট দিচ্ছেন।
আলজেরিয়ায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট নেয়া শুরু হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
দেশটিতে নির্বাচনে মোট ২২ হাজার পাঁচ শ' ৫৪ জন প্রার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের অধীনে ১০ হাজার চার শ' ৬৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
গত ১১ মার্চ আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তাবুন দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দেন। দেশটিতে তার চলমান রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
২০১৯ সালের এপ্রিলে আলজেরিয়ার দীর্ঘ ২০ বছর ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকার বিরুদ্ধে গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে ওই বছরের ডিসেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর আবদুল মজিদ তাবুন দায়িত্ব গ্রহণ করেন। বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী আলজেরিয়ায় প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা