বুরকিনা ফাসোতে হামলা : নিহত ১০০
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২১, ২০:৪৪
আফ্রিকার বুরকিনা ফানোকে একটি গ্রামে অস্ত্রধারীদের হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছে। সঙ্ঘাত-জর্জরিত দেশটিতে কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে সরকার জানিয়েছে।
শুক্রবার রাতে হামলাকারীরা নাইজার সীমান্ত-সংলগ্ন উত্তরাঞ্চলীয় ইয়াঘা প্রদেশের একটি গ্রামে ওই হামলা চালায়। শনিবার সরকারি মুখপাত্র বলেন, হামলাকারীরা স্থানীয় বাজার ও বেশ কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেয়।
বিবৃতিতে হামলাকারীদের 'সন্ত্রাসী' হিসেবে অভিহিত করে বলা হয়, 'তারা শাস্তি থেকে রেহাই পাবে না। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।
প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিস্টিয়ান কাবোরে হামলাকে 'বর্বোরোচিত' হিসেবে অভিহিত করেন।
ওই এলাকায় বেশ কয়েকটি উগ্রবাদী গ্রুপ সক্রিয় রয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা